সারা বাংলা

ধর্ষণ থেকে রক্ষা করবে জামা

ফরিদপুর প্রতিনিধি : একটি জামা রক্ষা করতে পারবে ধর্ষণ থেকে। বৈদ্যুতিক শট সার্কিট ব্যবহারের মাধ্যমে ধর্ষণ প্রতেরোধী এ জামা তৈরি করা হয়েছে।  শুক্রবার ফরিদপুরে অনুষ্ঠিত দেশের ১৩টি পলিটেকনিক ইনিস্টিটিউট আঞ্চলিক স্কিলস্ কমপিটিশনে এ জামার প্রদর্শন করা হয়েছে। এ প্রতিযোগিতায় মোট ৩৯টি প্রকল্পের প্রদর্শন করা হয়। ধর্ষক প্রতিরোধী জামার প্রযুক্তি প্রদানকারী প্রতিষ্ঠান মডার্ন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা জানান, এই জামার ভেতরে কৌশলে ব্যাটারি ব্যবহার করে একটি হ্যান্ডগ্লোবসের মধ্যে সার্কিট ব্যবহার করা হয়েছে; যা ২২ থেকে ২০০ ভোল্ট তৈরিতে সক্ষম। ওই হাত দিয়ে কাউকে স্পর্শ করলে সেই ব্যক্তি বিদ্যুতায়িত হবে। প্রতিযোগিতা উপলক্ষে সকালে “দক্ষ মানব সম্পদই অর্থনৈতিক উন্নয়নের হাতিয়ার” বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়। ফরিদপুর পলিটেকনিক ইনিস্টিটিউটের অধ্যক্ষ মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. শামছুল আলম। সেমিনারে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ১৫০ জন প্রতিনিধি অংশ নেয়। রাইজিংবিডি/ফরিদপুর/১ ডিসেম্বর ২০১৭/মো. মনিরুল ইসলাম টিটো/এসএন