সারা বাংলা

সাগর-রুনি হত্যার ক্লু উদ্ঘাটন হয়নি : আইজিপি

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল : সাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যার কোনো ক্লু পুলিশ আজও উদ্ঘাটন করতে পারেনি বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহিদুল হক। তিনি বলেন, ‘‘আমরা সাগর-রুনির হত্যাকাণ্ডের ব্যাপারে ক্লু উদ্ঘাটন করতে পারিনি বলে এখনো তদন্ত কাজ নিষ্পত্তি করতে পারিনি। হাইকোর্টের নির্দেশে র‌্যাব এই হত্যার তদন্ত করছে। কোনো ক্লু পেলে তার পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হবে।’’ আজ সোমবার বিকেলে টাঙ্গাইল শহরের হাজরাঘাট এলাকায় নদীর দুই পাড়ে গড়ে উঠা এসপি পার্কের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি ঢাকার পশ্চিম রাজাবাজারের ভাড়া ফ্ল্যাট থেকে সাগর সরোয়ার ও মেহেরুন রুনির ছুরিকাহত ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশ প্রধান বলেন, ‘‘বাংলাদেশ গণতান্ত্রিক দেশ। এখানে পুলিশ কখনো কোনো রাজনৈতিক দল বা বিএনপির সভা-সমাবেশে বাধা দেবে না। তবে গোয়েন্দা রিপোর্টের ক্ষেত্রে নিরাপত্তার জন্য পুলিশ ব্যবস্থা নিয়ে থাকে।’’ এর আগে প্রধান অতিথি এ কে এম শহিদুল হক এসপি পার্কের ফলক উন্মোচন করেন। এ সময় উপস্থিত ছিলেন পুনাক সভানেত্রী বেগম শামসুন নাহার, অতিরিক্ত আইজিপি শহিদুল ইসলাম, অতিরিক্ত ডিআইজিপি মো. মনিরুল ইসলাম, টাঙ্গাইলের জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন, পুলিশ সুপার মো. মাহবুব আলম প্রমুখ। পরে তিনি পুলিশের বার্ষিক সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতার কুচকাওয়াজ পরিদর্শন করেন। রাইজিংবিডি/টাঙ্গাইল/৪ ডিসেম্বর ২০১৭/শাহরিয়ার সিফাত/বকুল