সারা বাংলা

রাজশাহীতে হত্যার অভিযোগে কারাগারে মা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহীতে শিশু সন্তানকে শ্বাসরোধে হত্যার অভিযোগে মাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। মঙ্গলবার সকালে জহুরা বেগম ওরফে মেঘনা (২২) নামের ওই নারীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। মেঘনা জেলার তানোর উপজেলার চান্দুড়িয়া গ্রামের হাবিবুর রহমানের স্ত্রী। পরপর দুটি মেয়ে সন্তান হওয়ায় মেঘনা নিজের এক মাসের শিশু মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করেছেন বলে তার বিরুদ্ধে দায়ের করা মামলায় অভিযোগ করা হয়েছে। জেলার মোহনপুর উপজেলার টেমা স্কুলপাড়া গ্রামের ইসলাম আলীর মেয়ে মেঘনা। সোমবার বিকেলে তার বাবার বাড়িতে ঘটে এই হত্যাকাণ্ড। এই ঘটনায় শিশুর দাদা মফিজ উদ্দিন বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। মোহনপুর থানার ওসি এসএম আবুল কাশেম আজাদ মামলার বরাত দিয়ে জানান, কয়েকদিন আগে মেঘনা তার বাবা ইসলাম আলীর বাড়িতে বেড়াতে যান। পর পর দুটি মেয়ে সন্তান হওয়ায় মানসিক অশান্তিতে ভুগছিলেন তিনি। সোমবার বিকেলে মেঘনা তার এক মাসের মেয়ে সন্তান খাদিজা খাতুনকে শ্বাসরোধ করে হত্যা করে। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে যায় এবং ওই শিশুর লাশ উদ্ধার করে। ওসি বলেন, রাজশাহী মেডিক্যাল কলেজের মর্গে নিহত শিশুর লাশের ময়নাতদন্ত করা হয়েছে। লাশ উদ্ধারের সময় পরিবারের লোকজনের অভিযোগের পরিপ্রেক্ষিতেই মেঘনাকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে থানায় মামলা হয়। এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

   

রাইজিংবিডি/রাজশাহী/৫ ডিসেম্বর ২০১৭/তানজিমুল হক/রুহুল