সারা বাংলা

ব্রিজ ভেঙে ১০ ইউনিয়নের সঙ্গে যোগাযোগ বন্ধ

ঠাকুরগাঁও সংবাদদাতা : ঠাকুরগাঁও শহরের উত্তরপাশের সেনুয়া বেইলি ব্রিজ মালবাহী ট্রাকসহ ভেঙে পড়েছে। এতে ১০টি ইউনিয়নের কয়েক লাখ মানুষের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কয়লা বোঝাই ট্রাক ব্রিজের উপর উঠলে সেটির উত্তরপাশের অংশ ভেঙে পড়ে। ভেঙে যাওয়ার সময় ব্রিজের উপরে থাকা বরুনাগাঁও এলাকার ধন মোহাম্মদের ছেলে আইনুল হক (৬৫) আহত হয়েছেন। প্রত্যদক্ষর্শী সূত্রে জানা গেছে, শহরের বরুনাগাঁও এলাকায় সেনুয়া বেইলি ব্রিজ অবস্থিত। দীর্ঘ দিন আগেই ব্রিজটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করে এলজিইডি কর্তৃপক্ষ। শহরের ঠিকাদার রামবাবুর ভাটায় কয়লা নেওয়ার সময় ১০ চাকার ট্রাকের অতিরিক্ত ওজনের কারণে সেটি ভেঙে পড়ে। ঠাকুরগাঁও এলজিইডি'র নির্বাহী প্রকৌশলী কান্তেশ্বর বর্মন জানান, ঝুঁকিপূর্ণ ব্রিজ ভেঙে পড়েছে। ব্রিজ মেরামতের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত ব্রিজ মেরামত করে যান চলাচল স্বাভাবিক করা হবে। ঠাকুরগাঁও জেলা প্রশাসক আব্দুল আওয়াল বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ব্রিজটি ভেঙে যাওয়ায় অনেক মানুষের অসুবিধা হয়েছে। সেটি মেরামতের জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

   

রাইজিংবিডি/ঠাকুরগাঁও/৮ ডিসেম্বর ২০১৭/তানভীর হাসান তানু/বকুল