সারা বাংলা

রসিক নির্বাচন: আ.লীগ প্রার্থীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, রংপুর : রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে আওয়ামী লীগের মেয়র প্রার্থী সরফুদ্দিন আহমেদ ঝন্টুকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার রাত সাড়ে ৭টার দিকে রংপুর নগরীর পায়রাচত্বর ও মাহীগঞ্জ সাতমাথা এলাকায় জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট আবু রাফা মো. আরিফ জানান, নগরীর পায়রাচত্বরে মেয়র প্রার্থী সরফুদ্দিন আহমেদ ঝন্টু তার বিগত দিনের উন্নয়ন কর্মকাণ্ড প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করছিলেন। এতে করে ওই এলাকায় বিভিন্ন সড়কে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ম্যাজিস্ট্রেট সেখানে গিয়ে তিন হাজার টাকা জরিমানা করেন। এরপর মাহীগঞ্জ সাতমাথা এলাকায় সরফুদ্দিন আহমেদ ঝন্টু রাস্তা বন্ধ করে প্রচারণা চালানোর দায়ে তাকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।   ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট আবু রাফা মো. আরিফ জানান, আচরণবিধি লঙ্ঘনকারী যে দলের প্রার্থী হোক না কেন, তার বিরুদ্ধে নির্বাচনী আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার জানান, নির্বাচনী আচরণবিধি ভঙ্গকারীকে শোকজ করা হবে। রাইজিংবিডি/রংপুর/৯ ডিসেম্বর ২০১৭/নজরুল মৃধা/বকুল