সারা বাংলা

রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটিতে ছাত্রলীগের হামলা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটিতে হামলা চালানোর অভিযোগ উঠেছে ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে। বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি টাঙানো না থাকায় এ হামলা চালানো হয় বলে জানিয়েছেন রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকেরা। তারা জানান, ছাত্রলীগের নেতা-কর্মীরা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ের ভেতরেই তিন সাংবাদিককে মারধর করেছেন। এ ছাড়া তছনছ করা হয়েছে কার্যালয়ের চেয়ার-টেবিলসহ আসবাবপত্র। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী কলেজের হাজী মোহাম্মদ মোহসীন ভবনে রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এ হামলা চালায়। রিপোর্টার্স ইউনিটির সদস্যরা জানান, রোববার সকালে রাজশাহী কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাসিক দত্তসহ কয়েকজন নেতা-কর্মী তাদের কার্যালয়ে যান। এ সময় তারা জানতে চান, কার্যালয়ে কেন বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি নেই। তারা কার্যালয়ে ছবিগুলো টাঙানোর জন্য নির্দেশ দিয়ে আসেন। পরে সোমবার সকালে তারা আবারো কার্যালয়ে গিয়ে ছবি টাঙানো হয়েছে কি না তা জানতে চান। এ সময় সাংবাদিকেরা তাদের জানান, এ দিন তারা কলেজের অধ্যক্ষকে সংবর্ধনা দেবেন। এ অনুষ্ঠান শেষ করে তারা এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন। কিন্তু ছাত্রলীগের নেতারা তা না মেনে ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে তারা কার্যালয়ের দরজায় তালা দিয়ে চলে যান। কিন্তু কিছুক্ষণ পরই সাংবাদিকেরা সেই তালা খোলেন। এতে ক্ষিপ্ত হয়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা কার্যালয়ে গিয়ে রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মীম ওবায়দুল্লাহ, দপ্তর সম্পাদক বাবর মাহমুদ ও নির্বাহী সদস্য মোফাজ্জল হোসেনকে মারধর শুরু করেন। পরে সাংবাদিকেরা কলেজের প্রশাসনিক ভবনের সামনে গিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় কলেজ অধ্যক্ষ অধ্যাপক হবিবুর রহমান সাংবাদিকদের নিয়ে রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে যান। ডেকে পাঠান ছাত্রলীগের নেতা-কর্মীদেরও। এরপর দুপক্ষকে নিয়ে রুদ্ধদ্বার বৈঠক করেন। জানতে চাইলে কলেজ অধ্যক্ষ বলেন, দুপক্ষকে নিয়ে বিষয়টি নিষ্পত্তি করা হয়েছে। এ বিষয়ে তিনি পরবর্তীতে বিস্তারিত জানাবেন। তবে রিপোর্টার্স ইউনিটির সভাপতি শামসুন্নাহার সুইটি জানান, বিষয়টি নিষ্পত্তি হয়েছে। তবে আমরা দাবি করছি, এ ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। এ ব্যাপারে কথা বলতে রাজশাহী কলেজ ছাত্রলীগের সভাপতি নূর মোহাম্মদ সিয়ামকে ফোন করা হলে তিনি ফোন ধরেননি।

   

রাইজিংবিডি/রাজশাহী/১১ ডিসেম্বর ২০১৭/তানজিমুল হক/এসএন