সারা বাংলা

বরিশাল বোর্ডে পাসের হার ৯৬.৩২ শতাংশ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল : বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন এ বছরের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় পাসের হার ৯৬ দশমিক ৩২ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৮ হাজার ৪৩১ জন। আজ শনিবার দুপুর ১টায় বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আনোয়ারুল আজিম আনুষ্ঠানিকভাবে জেএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফলে দেখা যায়, শিক্ষা বোর্ডের অধীন বিভাগের ছয় জেলার ১০৭৪টি স্কুলের ১ লাখ ১৮ হাজার ৩৯৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়।  এদের মধ্যে ৫৫ হাজার ৭১৮ জন ছাত্র এবং ৬২ হাজার ৬৭৯ জন ছাত্রী। মোট পরীক্ষার্থীর মধ্যে ১ লাখ ১৪ হাজার ৩৫ জন পাস করেছে। বোর্ডে পাসের হার ৯৬ দশমিক ৩২ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ৮ হাজার ৪৩১ জন। ঘোষিত ফলাফলে মেয়েরা (পাস ৯৭ দশমিক ০১ ভাগ) ছেলেদের (পাস ৯৫ দশমিক ৫৩ ভাগ) চেয়ে এগিয়ে রয়েছে। এবার গণিতে কিছুটা ফল খারাপ হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বরিশাল শিক্ষা বোডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আনোয়ারুল আজিম বলেন, বরিশাল বোর্ডের অধীন বিভাগের ৬ জেলার মধ্যে জেএসসি পরীক্ষায় ভোলা জেলা সব চেয়ে এগিয়ে। ভোলায় ১৯ হাজার ১৩ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছে ১৮ হাজার ৬২৯ জন। পাসের হার ৯৭ দশমিক ৯৮ ভাগ। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৩৮৭ জন। তবে শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক ফলাফলে বরিশাল জেলা এগিয়ে রয়েছে।  গত বছর এই শিক্ষা বোর্ডে জেএসসিতে পাসের হার ছিল ৯৭ দশমিক ৩৮ ভাগ এবং জিপিএ-৫ পেয়েছিল ১৫ হাজার ৫৭০ জন। দুপুর আড়াইটায় স্কুলে ফলাফল ঘোষণা করা হয়। প্রত্যাশিত ফল পেয়ে উল্লাস প্রকাশ করে শিক্ষার্থীরা। এই কৃতিত্বে শিক্ষক, অভিভাবক এবং সহপাঠীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে তারা।  রাইজিংবিডি/বরিশাল/৩০ ডিসেম্বর ২০১৭/জে.খান স্বপন/বকুল