সারা বাংলা

গোপালগঞ্জে দুর্ঘটনায় যুবক নিহত, প্রতিবাদে মহাসড়ক অবরোধ

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে সড়ক দূর্ঘটনায় এক যুবক নিহত হওয়ার প্রতিবাদে ও ঘটনাস্থলে স্পিড ব্রেকার নির্মাণ দাবিতে দুই ঘণ্ট ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে রাখে স্থানীয়রা। জানা গেছে, সোমবার দিবাগত রাতে শহরের বেদগ্রাম এলাকায় ট্রাকের নিচে চাপা পড়ে ইসমাইল শেখ (২৫) নামে এক যুবক নিহত হয়। এর প্রতিবাদে ও ঘটনাস্থলে স্প্রিড ব্রেকার নির্মাণের দাবিতে আজ মঙ্গলবার বেলা ৩টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ওই স্থানে টায়ার জ্বালিয়ে অবরোধ করে স্থানীয়রা। এ সময় মহাসড়কের দুপাশে শতাধিক যানবাহন আটকা পড়লে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরে বিকেল ৫টার দিকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল জলিল ঘটনাস্থলে গিয়ে স্প্রিড ব্রেকার নির্মাণের আশ্বাস দিলে দুই ঘণ্টা পর অবরোধ তুলে নেন স্থানীয়রা। পের মহাসড়ক দিয়ে যান চলাচল স্বাভাবিক হয়। গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, সমঝোতার ভিত্তিতে অবরোধ তুলে দেওয়া হয়েছে। মহাসড়কে যান চলাচল শুরু হয়েছে। রাইজিংবিডি/গোপালগঞ্জ/২ জানুয়ারি ২০১৮/বাদল সাহা/মুশফিক