সারা বাংলা

বিশ্ব ইজতেমা ময়দান পরিদর্শনে জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : আর মাত্র ৯ দিন পর ১২ জানুয়ারি থেকে গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে শুরু হচ্ছে তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। মঙ্গলবার বিকেলে গাজীপুরের জেলা প্রশাসক ইজতেমা ময়দান পরিদর্শন করেছেন।এ সময় জেলা প্রশাসনের কর্মকর্তা ও ইজতেমার মুরব্বিরা উপস্থিত ছিলেন। ইতোমধ্যে বিশ্ব ইজতেমা ময়দানের প্রস্তুতি কাজ ৭০ ভাগ সম্পন্ন হয়েছে। গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবীর এবং বিশ্ব ইজতেমা মাঠের শীর্ষ মুরব্বি মো. গিয়াস উদ্দিন এ তথ্য জানিয়েছেন। জেলা প্রশাসক ড. দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবীর ইজতেমা মাঠে পৌঁছে বিশ্ব ইজতেমার মুরব্বিদের সঙ্গে বৈঠক করেন। পরে ইজতেমা ময়দান, সেনাবাহিনী কর্তৃক ময়দানসংলগ্ন তুরাগ নদীতে ভাসমান সেতু নির্মাণ এবং বিদেশি মুসল্লিদের জন্য তৈরি নিবাস ঘুরে দেখেন। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেলা প্রশাসক বলেন, বিশ্ব ইজতেমা ময়দানের অভ্যন্তরীণ সড়কগুলোর মেরামত কাজ স্থানীয় সরকার মন্ত্রণালয় ইতোমধ্যে সম্পন্ন করেছে। পয়ঃনিষ্কাশন ব্যবস্থার সংস্কার করা হয়েছে। ময়দানের বাইরের রাস্তাগুলো সড়ক ও জনপথ বিভাগ সংস্কার কাজ করছে। টিঅ্যান্ডটি, গ্যাস, বিদ্যুৎ, পানিসহ অন্য সব সুবিধার ব্যাপারে নজর দিতে আমরা এসেছি। যেখানে ঘাটতি পাচ্ছি, সেখানে পর্যাপ্ত ব্যবস্থা নিচ্ছি এবং সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশনা দেওয়া হচ্ছে। ইতোমধ্যে সিটি করপোরেশন, সড়ক ও জনপথ বিভাগসহ অন্যান্য সেবাদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করেছি। তিনি বলেন, ইজতেমা মাঠের আশপাশে একটিও অবৈধ দোকান এবং গাড়ির অবৈধ পার্কিং থাকবে না। জেলা প্রশাসনের ১০টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। প্রয়োজনে বড় বড় গাড়ি, ট্রাক, কাভার্ডভ্যান ইত্যাদি সুনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ করে দেওয়া হবে। যাতে নির্বিঘ্নে মুসল্লিরা যাতায়াত করতে পারে এবং অন্য যারা এ পথ দিয়ে যাতায়াত করে তাদেরও যেন অসুবিধা না হয়। জেলা প্রশাসক জানান, ইতোমধ্যে ৭০ ভাগ প্রস্ততি সম্পন্ন হয়েছে। তুরাগ নদীতে সাতটি পন্টুন ব্রিজ (ভাসমান সেতু) তৈরি করা হবে। ইতোমধ্যে সেনাবাহিনী কাজ শুরু করেছে। ব্রিজ তৈরির কাজও ৭০ ভাগ সম্পন্ন হয়েছে। আশা করি নির্ধারিত সময়ের পূর্বেই সব কাজ সম্পন্ন হবে। আগামী দুই পর্বের বিশ্ব ইজতেমা আমরা সুন্দরভাবে, সফলভাবে অনুষ্ঠিত করতে পারব। উল্লেখ, এবারও বিশ্ব ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হবে। প্রথম পর্ব শুরু হবে আগামী ১২ জানুয়ারি। ১৪ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে প্রথম পর্ব শেষ হবে। চার দিন পর ১৯ জানুয়ারি শুরু হবে দ্বিতীয় পর্ব। একইভাবে ২১ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে দ্বিতীয় পর্ব তথা এবারের বিশ্ব ইজতেমা। রাইজিংবিডি/গাজীপুর/২ জানুয়ারি ২০১৮/হাসমত আলী/মুশফিক