সারা বাংলা

‘প্রশ্নপত্র ফাঁস করে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে’

গোপালগঞ্জ প্রতিনিধি : কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের নবনিযুক্ত প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী এমপি বলেছেন, একটি কুচক্রী মহল প্রশ্নপত্র ফাঁস করার মাধ্যমে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। এদের চিহিৃত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা কেউ না ঘটাতে পারে, সেই ব্যাপারে সর্বদা সচেষ্ট থাকবেন বলেও তিনি জানান। আজ বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, কর্মসূচি শিক্ষা ব্যবস্থাকে বাধ্যতামূলক করা হবে। যাতে বিএ, এমএ পাস করে শিক্ষার্থীদের বেকার জীবন কাটাতে না হয়। অষ্টম-নবম শ্রেণী পাস করে যাতে তারা কর্মজীবনে প্রবেশ করতে পারেন, সেই জন্য কারিগরি শিক্ষার উপর গুরুত্ব দেওয়া হবে। যাতে একটি ট্রেডের উপর পড়াশোনা করে চাকরির ব্যবস্থা করতে পারে।  এর আগে প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী এমপি বিপুল সংখ্যক নেতা-কর্মী নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে বঙ্গবন্ধু ও পরিবারের নিহত সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেন। এ সময় সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী, গোপালগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, ফকরুজ্জামান মুকুল, যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীসহ রাজবাড়ী জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

   

রাইজিংবিডি/গোপালগঞ্জ/৪ জানুয়ারি ২০১৮/বাদল সাহা/বকুল