সারা বাংলা

বাস উল্টে নিহত সাতজনের পরিচয় মিলেছে

ফেনী সংবাদদাতা : ফেনীর দাগনভূঞায় বাস খাদে পড়ে নিহত সাত যাত্রীর পরিচয় মিলেছে। ওই দুর্ঘটনায় আহত হয়েছিলেন অন্তত ২৫ জন। নিহত সাতজন হলেন- চালক আবু জাফর হানিফ, চট্টগ্রাম কর কমিশনের কর্মকর্তা মাহবুবুর রহমান, ভোলা চরফ্যাশনের মো. ইউসুফ, ভোলার আবুল কালাম, আবুল খায়ের গ্রুপের কর্মকর্তা নজরুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তা কামাল হোসেন পাবেল ও সেনবাগের তৈল ব্যবসায়ী দেলোয়ার হোসেন রতন। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফেনী-নোয়াখালী সড়কের আমিনগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দাগনভূঞা থানার ওসি আবুল কালাম আজাদ  জানান, লক্ষ্মীপুরের রায়পুর থেকে চট্টগ্রামগামী শাহী পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার খাদে পড়ে যায়। আহতদের দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করা হয়েছে। রাইজিংবিডি/ঢাকা/৭ জানুয়ারি ২০১৮/সৌরভ পাটোয়ারী/সাইফুল