সারা বাংলা

কোটালীপাড়ায় কর্মসংস্থান কর্মসূচিতে অনিয়মের অভিযোগ

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কোটালীপাড়ায় অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচিতে অনিয়মের অভিযোগ উঠেছে। উপজেলার দুই-একটি ইউনিয়নের প্রকল্প তালিকায় উল্লেখিত সংখ্যক শ্রমিক পাওয়া যায়নি। জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচিতে ৪০ দিনে ২ কোটি ৮ লাখ ৮৬ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। সে মোতাবেক উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় থেকে ১২টি ইউনিয়নে ৩৯টি প্রকল্পের অনুকূলে বরাদ্দকৃত টাকা বণ্টন করা হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের তথ্য মতে, উপজেলার কান্দি ইউনিয়ন পরিষদ তিনটি প্রকল্পে ১৩ লাখ ৭৪ হাজার টাকা বরাদ্দ পেয়েছে। এই তিনটি প্রকল্পের মধ্যে কান্দি রুহিদাস সরকারের বাড়ি থেকে স্বপন সরকারের বাড়ি পর্যন্ত ও শচিন বাড়ৈ বাড়ি থেকে ভবেন বাড়ৈ এবং কান্দি বাজার তিলক চন্দ্র বাড়ৈর বাড়ি ও দূর্গা মন্দির থেকে মনিন্দ্র মধুর বাড়ি পর্যন্ত রাস্তা নির্মাণ ও পুনঃনির্মাণ কাজে ৫৫ জন শ্রমিক কাজ করার কথা। কিন্তু ৫৫ জন শ্রমিকের জায়গায় মাত্র ৩২ জন শ্রমিককে কাজ করতে দেখা যায়। এ ব্যাপারে ওই প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি ইউপি সদস্য সিদ্ধার্থ বাড়ৈ বলেন, ‘এখানে কতজন শ্রমিকের কাজ করার কথা তা চেয়ারম্যানই জানেন, আমার জানা নেই।’ কান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উত্তম কুমার বাড়ৈ বলেন, ‘তালিকায় ৫৫ জনের নাম দেওয়া হয়েছে। ৫৫ জন শ্রমিকই এখানে কাজ করার কথা। তবে কেউ যদি কাজ করতে না আসে তাহলে আমরা তো কাউকে বাড়ি থেকে ধরে এনে কাজ করাতে পারব না।’ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাজী আব্দুল আজিজ বলেন, ‘বিষয়টি দেখা হবে। তবে যে সকল শ্রমিক সরেজমিনে কাজ করেছে তাদের বাহিরে একটি টাকাও বিল দেওয়া হবে না।’

   

রাইজিংবিডি/গোপালগঞ্জ/১১ জানুয়ারি ২০১৮/বাদল সাহা/সাইফুল