সারা বাংলা

স্ত্রী নির্যাতনের মামলায় এসআই গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, সাভার : সাভারে স্ত্রীকে নির্যাতনের অভিযোগে পুলিশের এক উপ-পরিদর্শককে গ্রেপ্তার করেছে পুলিশ। মাদক সেবনে বাধা দেওয়ায় স্ত্রীকে বেধড়ক পেটান তিনি। গ্রেপ্তারকৃত পুলিশ কর্মকর্তা বদরুদ্দোজা মাহামুদ চট্টগাম নগর পুলিশে উপ-পরিদর্শক হিসেবে কর্মরত রয়েছেন। স্ত্রীর দায়ের করা মামলায় শুক্রবার সকালে সাভারের তালবাগ এলাকায় বদরুদ্দোজার ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা পুলিশ। বদরুদ্দোজা ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশেও উপ-পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। নির্যাতনের শিকার বদরুদ্দোজার স্ত্রী রাজিয়া বলেন, সহযোগীদের নিয়ে তার স্বামী নিয়মিত ইয়াবাসহ নানা মাদক সেবন করেন। মাদক সেবনে বাধা দেওয়ায় স্বামীর সঙ্গে তার দ্বন্দ্ব দেখা দেয়। বুধবার দুপুরে বদরুদ্দোজা তাকে পিটিয়ে ও বুট দিয়ে লাথি মেরে গুরুতর আহত করেন এবং মৃত ভেবে বাইরে থেকে বাসা তালাবদ্ধ করে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। রাজিয়া এখনো সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসিনুল কাদির বলেন, ‘‘এই বিষয়ে ভাই আমি কিছু জানি না। এটা আমার স্যারেরা বলতে পারবেন।’’ বদরুদ্দোজাকে গ্রেপ্তারের পর গোপনীয়তায় শুক্রবার আদালতে পাঠানোর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

   

রাইজিংবিডি/সাভার/১২ জানুয়ারি ২০১৭/সাফিউল ইসলাম সাকিব/বকুল