সারা বাংলা

যশোরে শৈত্যপ্রবাহে অচল জনজীবন

নিজস্ব প্রতিবেদক, যশোর : শৈত্যপ্রবাহে যশোরে জনজীবন অচল হয়ে পড়েছে। নষ্ট হয়েছে বীজতলা। কেউ কোনো কাজ-কর্মে যেতে পারছে না। শনিবার যশোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস। বেলা সোয়া ১১টা পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। শীতের সঙ্গে প্রচণ্ড কুয়াশা থাকায় যান চলাচলও প্রায় স্থবির হয়ে পড়েছে। ঘন কুয়াশার কারণে দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে গাড়ি চলছে ধীরগতিতে। প্রচণ্ড শীতে শ্রমজীবী সাধারণ মানুষ কষ্ট পাচ্ছে। একান্ত বাধ্য না হলে কেউ ঘর থেকে বের হচ্ছেন না। রাইজিংবিডি/যশোর/১৩ জানুয়ারি ২০১৮/বি এম ফারুক/সাইফুল