সারা বাংলা

যশোরে পলিটেকনিকের ছাত্র গুলিবিদ্ধ

নিজস্ব প্রতিবেদক, যশোর : দুর্বৃত্তদের গুলিতে যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ইসমাইল হোসেন জখম হয়েছেন। শনিবার সন্ধ্যায় যশোর শহরতলীর পুলেরহাট এলাকায় তাকে লক্ষ্য করে গুলি করে দুর্বৃত্তরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। গুলিবিদ্ধ ইসমাইল পুলেরহাট এলাকার শাহাবুদ্দিন হোসেনের ছেলে।  সন্ধ্যার দিকে ইসমাইল হোসেন পুলেরহাট বাজারের কাছে আকিজ পেট্রোলিয়ামের সামনে দাঁড়িয়েছিলেন। এ সময় দুই যুবক মোটরসাইকেলযোগে সেখানে আসে। কিছু বুঝে ওঠার আগে একজন তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। দুই রাউন্ড গুলি তার উরুসন্ধি ও নিতম্বে বিদ্ধ হয়। দুর্বৃত্তরা মোটরসাইকেলে চেপে বেনাপোল রোড ধরে পালিয়ে যায়। গুলিবিদ্ধ ইসমাইল মাটিতে পড়ে যান। স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালের ডাক্তার মনিরুজ্জামান বলেন, অস্ত্রোপচারের আগে নিশ্চিত হওয়া যাবে না তার শরীরে গুলি রয়ে গেছে কি না। তার শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। কোতোয়ালি থানার ইন্সপেক্টর (তদন্ত) আবুল বাশার বলেন, এমন ঘটনা তার  জানা নেই। খোঁজ নিয়ে দেখবেন। চাঁচড়া পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ এএসআই জহিরুল ইসলাম বলেন, ‘খবর শুনে আমি ঘটনাস্থলে এসেছি। ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।’

   

রাইজিংবিডি/যশোর/১৩ জানুয়ারি ২০১৮/বি এম ফারুক/বকুল