সারা বাংলা

হাসপাতালে রমা চৌধুরীকে দেখতে গেলেন কাদের

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : ‘একাত্তরের জননী' খ্যাত লেখিকা রমা চৌধুরীকে হাসপাতালে দেখতে গেলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার দুপুরে নগরীর জিইসি মোড়ের বেসরকারি হাসপাতাল ‘মেডিক্যাল সেন্টারে’ চিকিৎসাধীন রমা চৌধুরীকে দেখতে যান ওবায়দুল কাদের। তিনি এ সময় ডাক্তারদের কাছে রমা চৌধুরীর চিকিৎসার খোঁজখবর নেন এবং কিছু সময় তার শয্যা পাশে অবস্থান করেন। চিকিৎসকরা জানান, রমা চৌধুরী ডায়াবেটিস, গলব্লাডারের ব্যথা, ইনফেকশন, জ্বর, রক্তচাপসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন। বিশেষ মেডিক্যাল বোর্ডের মাধ্যমে তার চিকিৎসা চলছে। হাসপাতালে ওবায়দুল কাদেরের সঙ্গে উপস্থিত ছিলেন সময় কেন্দ্রীয় আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, উপদপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, চট্টগ্রামের সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকী, বিএমএ সভাপতি ডা. মুজিবুল হক খান, সাধারণ সম্পাদক ডা. ফয়সাল ইকবাল চৌধুরী, মেডিক্যাল সেন্টারের ডা. হাসানুল বান্না, রমা চৌধুরীর ছেলে জহর লাল চৌধুরী, প্রকাশক আলাউদ্দিন খোকন, সুমন চৌধুরী প্রমুখ। রাইজিংবিডি/চট্টগ্রাম/১৪ জানুয়ারি ২০১৮/রেজাউল করিম/সাইফুল