সারা বাংলা

শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে ফেরি চলাচল বন্ধ

মুন্সীগঞ্জ সংবাদদাতা : ঘন কুয়াশার কারণে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ও মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ি নৌরুটে রোববার দিবাগত রাত ২টা থেকে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। শতাধিক যানবাহন নিয়ে মাঝপদ্মায় নোঙর রয়েছে ছয়টি ফেরি। এ ছাড়াও দুই ঘাটেই পারাপারের অপেক্ষায় ছিল কয়েক শতাধিক যানবাহন। এতে দুর্ভোগে পড়েন উভয় পারের ফেরিতে থাকা ও ঘাট এলাকার সাধারণ যাত্রীরা। শিমুলিয়া ঘাটের বাণিজ্য ব্যবস্থাপক মো. আলীমুজ্জামান জানান, গত ২০-২২ দিন ধরেই শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌপথে ফেরি চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। দিনের বেলায় ফেরি কোনো রকমে চলাচল করলেও রাত থেকে সকাল পর্যন্ত প্রায়ই বন্ধ রাখতে হচ্ছে। শুক্র ও শনিবার সরকারি ছুটি থাকায় এই পথে যাতায়াতকারী যানবাহনের চাপ অন্য দিনের তুলনায় অনেক বেশি থাকে। ফেরি বন্ধ থাকার কারণে ঘাট এলাকায় প্রায়ই তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। এতে করে ওই পথের দক্ষিণাঞ্চলের যাত্রী ও চালকদের প্রতিদিন চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে। সোমবার রাত থেকে ফেরি বন্ধ হওয়ায় আজকে সকাল সাড়ে ৮টা পর্যন্ত প্রায় ৫ শতাধিক ছোট-বড় যানবাহন পারাপারের অপেক্ষায় আছে। এগুলোর মধ্যে মালবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসের সংখ্যাই তুলনামূলকভাবে বেশি। এ প্রসঙ্গে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক খালিদ নেওয়াজ সোমবার সকাল সাড়ে ৮টায় জানান, রোববার দিবাগত রাত থেকেই কুয়াশার ঘনত্ব বাড়তে থাকে। রাত ২টার দিকে এমন অবস্থা সৃষ্টি হয় যে, ফেরির ওপর থেকে নিচে পানি পর্যন্ত দেখা যাচ্ছিল না। তাই দুর্ঘটনা এড়াতে ওই সময় শিমুলিয়া ঘাট থেকে ফেরি পারাপার বন্ধ করে দেওয়া হয়। ওই সময় শতাধিক গাড়ি নিয়ে দুটি ড্রাম্প, দুটি কে-টাইপ, একটি মিডিয়াম, একটি রো রোসহ মোট ছয়টি ফেরি মাঝপদ্মায় নোঙর করা হয়েছে। তিনি বলেন, ‘কাঁঠালবাড়ি ঘাট থেকে রোববার রাত ১২টার পর থেকেই ফেরি বন্ধ করে দেওয়া হয়েছে।’ রাইজিংবিডি/মুন্সীগঞ্জ/১৫ জানুয়ারি ২০১৮/শেখ মোহাম্মদ রতন/সাইফুল