সারা বাংলা

কুড়িগ্রামে তাপমাত্রা ৭.৮ ডিগ্রি সেলসিয়াস

কুড়িগ্রাম সংবাদদাতা : টানা দুই সপ্তাহের তীব্র ঠান্ডায় কুড়িগ্রামের মানুষের জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে। বিকেল থেকে পরের দিন সকাল পর্যন্ত বৃষ্টির ফোটার মতো কুয়াশা পড়ছে। এই অবস্থায় বিশেষ প্রয়োজন ছাড়া মানুষজন ঘর থেকে বের হচ্ছে না। সোমবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৮ ডিগ্রি  সেলসিয়াস। যা আগের দিনের চেয়ে দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস কম। ঘন কুয়াশায় রাস্তা-ঘাট ঢেকে থাকায় সারা দিনই হেডলাইন জ্বালিয়ে যানবাহন চলাচল করছে। এই অবস্থায় শ্রমজীবী মানুষেরা কাজে বের হতে না পারায় দুর্ভোগে পড়েছেন। গরম কাপড়ের অভাবে শীতে কষ্ট পাচ্ছে ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তাসহ ১৬টি নদ-নদীর অববাহিকার চার শতাধিক মানুষ। সরকারিভাবে এখন পর্যন্ত ৬২ হাজার কম্বল বিতরণ করা হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল।

   

রাইজিংবিডি/কুড়িগ্রাম/১৫ জানুয়ারি ২০১৮/বাদশাহ্ সৈকত/বকুল