সারা বাংলা

বর্ণাঢ্য আয়োজনে জাবিতে পাখি মেলা শুরু

জাবি সংবাদদাতা : বর্ণাঢ্য আয়োজনে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) শুরু হয়েছে ১৭তম ‘পাখি মেলা-২০১৮’। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সামনে জাবি উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম প্রধান অতিথি হিসেবে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ফারজানা ইসলাম বলেন, ‘ধরিত্রী আমাদেরকে এই সৌন্দর্যমণ্ডিত ক্যাম্পাস উপহার দিয়েছে, যেখানে আমরা কিছু মেলার আয়োজন করে থাকি। জাহাঙ্গীরনগরে পাখি আছে, বিচিত্র ধরনের পাখি আছে। আমরা প্রতিদিন পাখি দেখি বলে বুঝতে পারি না আমরা কতটা দেখেছি। কিন্তু যারা বাহির থেকে আসে তারা চমৎকৃত হয়ে যায়। তারা মনে রাখে এবং তারা বার বার আসতে চায়। পাখি মেলা যারা আয়োজন করে থাকেন তারা আমাদেরকে সচেতন করে রাখেন। আমরা এখন দায়িত্বে আছি, ভবিষ্যতে যারা থাকবেন তারাও আশা করি পাখি সংরক্ষণে এই ধরনের আয়োজনকে আরো প্রাণবন্ত করে তুলবেন।’ প্রাণিবিদ্যা বিভাগের সভাপতি অধ্যাপক মো. মনোয়ার হোসেনের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ শেখ মো. মনজুরুল হক, আরণ্যক ফাইন্ডেশনের প্রধান নির্বাহী ফরিদ উদ্দিন আহমেদ, আইইউসিএনের বাংলাদেশ প্রতিনিধি রকিবুল আমিন, বাংলাদেশ বার্ড ক্লাবের প্রতিষ্ঠাতা ইনাম আল হক, বাংলাদেশ বন বিভাগের বন সংরক্ষক জাহিদুল কবির, ডব্লিউআরসির প্রতিষ্ঠাতা অধ্যাপক মোহাম্মদ মোস্তফা ফিরোজ, মেলার আহ্বায়ক প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক মো. কামরুল হাসান প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইতিহাস বিভাগের সভাপতি অধ্যাপক এ টি এম আতিকুর রহমান। উদ্বোধনের পরে বিগ বার্ড বাংলাদেশ, বার্ড ফটোগ্রাফি অ্যাওয়ার্ড ও কনসার্ভেশন মিডিয়া অ্যাওয়ার্ড-২০১৮ প্র্রদান করা হয়। এর আগে সকাল সাড়ে ৭টার দিকে আন্তঃবিশ্ববিদ্যালয় পাখি দেখা প্রতিযোগিতার মধ্য দিয়ে মেলা শুরু হয়। দিনব্যাপী মেলার অন্যান্য আয়োজনের মধ্যে রয়েছে পাখিবিষয়ক আলোকচিত্র প্রদর্শনী, শিশু-কিশোরদের জন্য পাখির ছবি আঁকা প্রতিযোগিতা, টেলিস্কোপ ও বাইনোকুলার দিয়ে শিশু-কিশোরদের পাখি পর্যবেক্ষণ, স্টল সাজানো প্রতিযোগিতা (পাখির আলোকচিত্র ও পত্র-পত্রিকা প্রদর্শনী), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাখিবিষয়ক বার্ষিক প্রতিবেদন উপস্থাপন, আন্তঃবিশ্ববিদ্যালয় পাখিচেনা প্রতিযোগিতা (অডিও-ভিডিও এর মাধ্যমে), পাখিবিষয়ক কুইজ প্রতিযোগিতা (সকলের জন্য উন্মুক্ত) এবং পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান। পাখি মেলা আয়োজনে প্রাণিবিদ্যা বিভাগের সহযোগী হিসেবে আছে ওয়াইল্ডলাইফ রেসকিউ সেন্টার, বাংলাদেশ বার্ড ক্লাব, আরণ্যক ফাউন্ডেশন, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন, চ্যানেল টোয়েন্টি ফোর, আইইউসিএন ও বাংলাদেশ বনবিভাগ। উল্লেখ্য, পাখি সংরক্ষণে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ২০০১ সালে ক্যাম্পাসে প্রথমবারের মতো পাখি মেলা অনুষ্ঠিত হয়। রাইজিংবিডি/ঢাকা/১৯ জানুয়ারি ২০১৮/তহিদুল ইসলাম/সাইফুল