সারা বাংলা

পটিয়ায় প্রতিপক্ষের হামলায় গৃহবধূ নিহত, সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : সীমানা প্রাচীর নিয়ে বিরোধে চট্টগ্রামে পটিয়া উপজেলার পৌর এলাকায়   প্রতিপক্ষের হামলায় এক গৃহবধূ নিহত হয়েছে। প্রতিবাদে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করেছে  স্থানীয় জনতা। নিহত গৃহবধূর নাম জয়নাব বেগম (৩৪)।প্রতিপক্ষের ইটের আঘাতে এই গৃহবধু নিহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে। গৃহবধু নিহত হওয়ার জের ধরে শনিবার বিকেলে প্রায় দুই ঘন্টা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে রাখে স্থানীয় জনতা। পরে হত্যাকারীদের গ্রেপ্তারে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়। তবে রাতেও এই হত্যাকান্ডে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। চট্টগ্রাম জেলা পুলিশের পটিয়া সার্কেলের এএসপি এমরান ভূঁইয়া রাইজিংবিডিকে জানান, পটিয়া পৌরসভার ৩ নং ওয়ার্ডে অবস্থিত গাজী কনভেনশন সেন্টার নামে কমিউনিটি সেন্টারের সীমানা প্রাচীর নিয়ে দীর্ঘদিন ধরে প্রবাসী গাজী মো. আসলাম পক্ষের সাথে নিহত গৃহবধূর পরিবারের বিরোধ চলে আসছিল। কমিউনিটি সেন্টারের পাশ ঘেঁষেই নিহত গৃহবধূ জয়নাব বেগমের চারতলা ভবন। কমিউনিটি সেন্টার এবং চারতলা ভবনের সীমানা প্রাচীরে দুই ফুট জায়গা একপক্ষ বেশি নিয়েছে দাবি করে এ বিরোধের সৃষ্টি হয়। এনিয়ে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে অভিযোগ দেওয়া হয়েছিল। এই ঘটনার জের ধরে শনিবার দু’পক্ষের মধ্যে ঝগড়া থেকে মারামারি বেঁধে যায়। এসময় এক পক্ষ অপর পক্ষকে ইটপাটকেল নিক্ষেপ করে। এক পর্যায়ে উভয়পক্ষ লাঠিসোটা নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষের এক পর্যায়ে গৃহবধূ জয়নাব বেগম ইটের আঘাতে গুরুতর আহত হলে তাকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। এই সময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাইজিংবিডি/চট্টগ্রাম/২১ জানুয়ারি ২০১৮/রেজাউল করিম/টিপু