সারা বাংলা

হালদায় ১৮দিনে ভেসে উঠেছে ৩টি মৃত ডলফিন!

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রামের হালদা নদীর শাখা খালে ফের ভেসে উঠেছে বিলুপ্ত প্রজাতির একটি আরেকটি মৃত ডলফিন। এ নিয়ে গত ১৮দিনে হালদায় ৩টি মৃত ডলফিন ভেসে উঠেছে বলে স্থানীয়রা জানিয়েছেন। হালদা নদীর হাটহাজারী এলাকায় প্রবাহিত শাখা খালে আলী চৌধুরী হাটের কালভার্টের নিচে শনিবার দুপুরে  এই মৃত ডলফিনটি ভেসে ওঠে। এটি প্রায় সাড়ে ৬ ফুট দৈর্ঘ্যের এবং এটির ওজন প্রায় ৭০ কেজি। এর আগে এই নদীতে ভেসে ওঠা মৃত ডলফিন দুটোও প্রায় একই আকারের ছিল বলে স্থানীয়রা জানান। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ও হালদা নদী গবেষক প্রফেসর ড. মো. মনজুরুল কিবরিয়া রাইজিংবিডিকে জানান, মৃত ডলফিনটি অতি বিপন্ন প্রজাতির একটি ডলফিন। সারা বিশ্বে এই প্রজাতির ডলফিন মাত্র ১১০০ থেকে ১২০০ আছে। যার মধ্যে হালদায় আছে ২০০ থেকে ২৫০টি। হালদা নদীর ভূজপুর রাবার ড্যাম, শীত মৌসুমে নদীর পানির উচ্চতা কমে যাওয়া ও নদীতে চলাচল করার সময় বালু তোলার ড্রেজারের প্রপেলারের আঘাত- এসব কারণে ডলফিনগুলো মারা পড়ছে বলে মনজুরুল কিবরিয়া মনে করছেন। গত তিন মাসে ১৭টি ডলফিন মারা গেছে বলে এই গবেষক নিশ্চিত করেন। রাইজিংবিডি/চট্টগ্রাম/২১ জানুয়ারি ২০১৮/রেজাউল করিম/টিপু