সারা বাংলা

বই পড়ে পুরস্কার পেল ৩৮০৪ শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক, খুলনা : খুলনায় বই পড়ার জন্য ৩ হাজার ৮০৪ জন শিক্ষার্থীকে পুরস্কার দেওয়া হয়েছে। শুক্রবার বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে দিনব্যাপী পুরস্কার বিতরণী উৎসবে দুটি পর্বে নগরীর ৪৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার বিতরণী উৎসবের প্রথম পর্বে ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের ১ হাজার ৯৪২ জন শিক্ষার্থী পুরস্কার গ্রহণ করে। দ্বিতীয় পর্বে পুরস্কার গ্রহণ করে ২৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ১ হাজার ৮৬২ জন শিক্ষার্থী। এর আগে উৎসবমুখর পরিবেশে নগরীর পিটিআই প্রাঙ্গণে বিশ্বসাহিত্য কেন্দ্র কর্তৃক খুলনা মহানগরীর আওতায় পরিচালিত স্কুল পর্যায়ের বইপড়া কার্যক্রমের ছাত্র-ছাত্রীদের দিনব্যাপী বর্ণাঢ্য পুরস্কার বিতরণী উৎসবের আয়োজন করা হয়। গ্রামীণফোনের সহযোগিতায় বিশ্বসাহিত্য কেন্দ্র অনুষ্ঠানের  আয়োজনে করে। বিশিষ্ট লেখক ও অভিনেতা খায়রুল আলম সবুজ প্রথমেই পুরস্কারপ্রাপ্ত ছাত্রছাত্রীদের অভিনন্দন জানান। তিনি ছাত্রছাত্রীদের গল্প বলে আরো বেশি বেশি বই পড়ার পরামর্শ দিয়ে তিনি তার বক্তব্য শেষ করেন। বিশিষ্ট শিশুসাহিত্যিক আলী ইমাম বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়ার কর্মসূচি সারা পৃথিবীতে অনন্য কর্মসূচি হিসেবে আখ্যায়িত করে বলেন, জীবন পাল্টে দিতে পারে এমন তিনটি জিনিস হলো- বই, বই আর বই। এপিজে আবুল কালাম, বিল গেটস ও ওয়ারেন বাফেটসহ বিখ্যাত ব্যক্তিদের নাম উল্লেখ করে তিনি বলেন, এরা সারা জীবন অসংখ্য বই পড়েছেন বলেই বিখ্যাত হতে পেরেছেন। খুলনা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার নিশ্চিন্ত কুমার পোদ্দার বলেন, ‘‘নেশা মানুষকে ধ্বংস করে কিন্তু একমাত্র বই পড়ার নেশাই মানুষকে সমৃদ্ধ করে। বই পড়ার মাধ্যমে আমরা আমাদের স্বপ্নকে বাস্তবায়ন করতে পারি।’’ স্বাগত বক্তব্য রাখেন বিশ্বসাহিত্য কেন্দ্রের পরিচালক ও উপ-সচিব শরিফ মো. মাসুদ। রাইজিংবিডি/খুলনা/২৬ জানুয়ারি ২০১৮/মুহাম্মদ নূরুজ্জামান/বকুল