সারা বাংলা

কিশোরগঞ্জে পৌর কর্মচারীদের ৭২ ঘণ্টার কর্মবিরতি

কিশোরগঞ্জ সংবাদদাতা : পৌর কর্মচারীদের বেতন-ভাতা ও পেনশন সরকারি কোষাগার হতে দেওয়ার দাবিতে কিশোরগঞ্জ পৌরসভাসহ জেলার সাতটি পৌরসভায় একযোগে কর্মচারীদের ৭২ ঘণ্টার কর্মবিরতি চলছে। রোববার সকাল থেকে কিশোরগঞ্জ পৌরসভা কার্যালয়ের সামনে পৌরসভার সব ধরনের সেবা (পানি ব্যতীত) কার্যক্রম বন্ধ রেখে এ কর্মসূচি পালন হচ্ছে। এতে জেলার সাতটি পৌরসভার কর্মচারীবৃন্দ অংশ নিয়েছেন। বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির আহ্বানে এ কর্মবিরতিতে সাতটি পৌরসভার কয়েক শতাধিক কর্মচারী অংশ নিয়েছেন। এ সময় বিভিন্ন পৌরসভার কাউন্সিলর ও কর্মচারীবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, এ সরকার জনবান্ধব সরকার। পৌরকর্মচারীবৃন্দ সরকারের উচ্চমহল থেকে শুরু করে নিম্নশ্রেণির মানুষদের নাগরিক সেবা প্রদান করে থাকেন। কিন্তু চাকরির বেতন কাঠামোর ক্ষেত্রে তাদের বেলায় এ বৈষম্য মেনে নেওয়া সম্ভব নয়। তাই তাদের দাবি মেনে নেওয়া না হলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে। রাইজিংবিডি/কিশোরগঞ্জ/২৮ জানুয়ারি ২০১৮/রুমন চক্রবর্তী/সাইফুল