সারা বাংলা

বরিশালে আটক ৯ রোহিঙ্গাকে উখিয়া ক্যাম্পে প্রেরণ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল : গোপন সংবাদের ভিত্তিতে বরিশালের আবাসিক হোটেল থেকে আটক নয়জন রোহিঙ্গাকে কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়েছে। আজ সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল নগর গোয়েন্দা পুলিশের এসআই দেলোয়ার হোসেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নগর গোয়েন্দা পুলিশের দল কাঠপট্টি রোডের নক্ষত্র আবাসিক হোটেল থেকে নয়জন রোহিঙ্গাকে আটক করে।

এরা হলেন- মিয়ানমারের আইক্যাব জেলার মংডু থানার খুন্নাপাড়া গ্রামের কোফায়েত, রাশিদা খাতুন, তছলিমা, নূর সেহেরা, মো. আলম, মো. জহির আহম্মেদ, বিলকিস, জহুরা খাতুন এবং মসুফত। তারা দালালের মাধ্যমে উখিয়া ক্যাম্প থেকে পালিয়ে বরিশালে এসে আবাসিক হোটেলে অবস্থান নিয়েছিলেন বলে জানিয়েছে পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষে তাদের কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে। রাইজিংবিডি/বরিশাল/২৯ জানুয়ারি ২০১৮/জে.খান স্বপন/বকুল