সারা বাংলা

পাবনায় ১০ দিনব্যাপী পুষ্পমেলা শুরু

পাবনা প্রতিনিধি : ‘আমার বাড়ি আমার ঘর, ফুল চাষে স্বনির্ভর’ এই প্রতিপাদ্য নিয়ে পাবনায় শুরু হয়েছে ১০ দিনব্যাপী পুষ্পমেলা। মঙ্গলবার সকালে পাবনার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে পুষ্পমেলার উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল রহিম লাল। পরে জেলা প্রশাসক জসিম উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি পাবনার উপপরিচালক বিভূতি ভূষণ সরকার, জেলা আওয়ামী লীগের সহসভাপতি শ্রী চন্দন কুমার চক্রবর্তী প্রমুখ। আলোচনা শেষে অতিথিবৃন্দরা ফিতা কেটে মেলার উদ্বোধন করেন। পরে অতিথিবৃন্দ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। জেলা প্রশাসনের সহযোগিতায় এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও জেলা নার্সারি মালিক সমিতির আয়োজনে মেলায় ১০টি স্টল স্থান পেয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে পুষ্পমেলা। শেষ হবে আগামী ৮ ফেব্রুয়ারি। রাইজিংবিডি/পাবনা/৩০ জানুয়ারি ২০১৮/শাহীন রহমান/সাইফুল