সারা বাংলা

জমি বিরোধে সংঘর্ষে প্রাণ গেল যুবকের

সিরাজগঞ্জ সংবাদদাতা : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই গ্রুপের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছে।  বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার নরিনা ইউনিয়নের বাতিয়া গ্রামে সংঘর্ষ হয়েছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছে। তাদের স্থানীয় হাসপাতালে ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। নিহত রাসেল উপজেলার নরিনা ইউনিয়নের বাতিয়া পশ্চিমপাড়া গ্রামের ফিরোজ ফকিরের ছেলে। স্থানীয়রা জানায়, জমি নিয়ে বাতিয়া দক্ষিণপাড়া গ্রামের সাবেক ইউপি সদস্য বাতেন ফকিরের সঙ্গে বাতিয়া পশ্চিমপাড়া গ্রামের আবু বক্কার মন্ডলের দীর্ঘ দিন বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সকালে বাতিয়া বাজারে ফকির ও মন্ডল গ্রুপের সদস্যদের মধ্যে তর্ক-বির্তকের এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এ খবর ছড়িয়ে পড়লে বাতিয়া পশ্চিমপাড়া ও বাতিয়া দক্ষিণপাড়ার দুই গ্রুপের সদস্যরা ফালা, লাঠিসোঁটাসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় দফায় দফায় ধাওয়া, পাল্টা ধাওয়ায় আটটি বাড়ি-ঘর ভাংচুর, গরু, ফ্রিজ ও মুরগি খামার লুটপাট করা হয়। এ ঘটনায় উভয়পক্ষের নারী-পুরুষ, শিশুসহ অন্তত অর্ধশতাধিক আহত হয়েছে। গুরুতর আহত রাসেলকে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহতদের স্থানীয়ভাবে বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাজা গোলাম কিবরিয়া জানান, কথা কাটাকাটির এক পর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষ জড়িয়ে পড়ে। এতে রাসেল নামে এক যুবক নিহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

   

রাইজিংবিডি/সিরাজগঞ্জ/১ ফেব্রুয়ারি ২০১৮/অদিত্য রাসেল/বকুল