সারা বাংলা

খালেদাকে আদালতের রায় মেনে নিতে হবে: এরশাদ

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ : সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, আমরা সহায়ক সরকার বিশ্বাস করি না। সংবিধান অনুযায়ীই আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে। খালেদা জিয়াকে আদালতের রায় মেনে নিতে হবে দাবি করে তিনি আরও বলেন, আমরাও তো জেলখানায় থেকে নির্বাচনে অংশগ্রহণ করে ৫০টি আসন পেয়েছিলাম। জেলখানায় থেকে নির্বাচন করলে সমস্যা কি? শুক্রবার দুপুরে ময়মনসিংহ সদরের চরখরিচায় জামিয়া মাহমুদিয়া আরাবিয়া ইসলামিয়ার বার্ষিক ওয়াজ মাহফিলে যোগদানের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। পরে তিনি আল্লামা মাহমুদুল হাসানের সভাপতিত্বে ওয়াজ মাহফিলে বক্তব্য রাখেন। এ সময় ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, জাতীয় পার্টির ফখরুল ইমাম এমপি, সালাহউদ্দিন আহমেদ মুক্তি এমপি, সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক উপদেষ্টা ডা. কে আর ইসলাম, জাপা নেতা জাহাঙ্গীর আহম্মেদ, আব্দুল আউয়াল সেলিমসহ স্থানীয় নেতাকর্মী ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাইজিংবিডি/ময়মনসিংহ/২ ফেব্রুয়ারি ২০১৮/শেখ মহিউদ্দিন আহাম্মদ/মুশফিক