সারা বাংলা

গোপালগঞ্জে বাসচাপায় নিহত ৩

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে যাত্রীবাহী বাসের চাপায় তিনজন নিহত এবং অপর ছয় পথচারী আহত হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ জনগণ ঘাতক বাসটি পুড়িয়ে দিয়েছে। ফায়ার সার্ভিসের একটি দল আগুন নেভাতে গিয়ে জনরোষের শিকার হয়। বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের সদর উপজেলার কাঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো, আবুল কালাম মোল্লা (৪৫), হামিম (৩৫) ও আল আমিন (৪০)। এদের সবার বাড়ি সদর উপজেলার কাঠি ও খানারপাড় গ্রামে। পুলিশ ও এলাকাবাসী জানায়, মায়ের দোয়া নামের একটি যাত্রীবাহী লোকাল বাস কোটালীপাড়া থেকে গোপালগঞ্জ আসার পথে দত্তডাঙ্গা নামক স্থানে দুই পথচারীকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় বাসটি উপজেলার কাঠি এলাকায় এসে আরো সাত যাত্রী বহনকারী একটি ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত ও অপর পাঁচজন আহত হয়। আহতদের মধ্যে গোপালগঞ্জে পাঁচজন এবং দুজনকে কোটালীপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে আল আমিনের অবস্থার অবনতি ঘটলে ঢাকা নেওয়ার পথে বেলা আড়াইটার দিকে সে মারা যায়। এ ঘটনায় বিক্ষুব্ধ জনগণ ঘাতক বাসটি অটক করে আগুন ধরিয়ে দেয়। পরে ফায়ার সার্ভিসের একটি দল আগুন নেভাতে গিয়ে জনরোষের শিকার হয়। এদিকে, রাস্তায় টায়ার জ্বালিয়ে এলাকার ক্ষুব্ধ জনগণ সড়ক চলাচল বন্ধ করে দেয়। প্রায় এক ঘণ্টা রাস্তা চলাচল বন্ধ থাকার পর পুলিশের আশ্বাসের ভিত্তিতে রাস্তায় আবারো যানবাহন চলাচল শুরু হয়। রাইজিংবিডি/গোপালগঞ্জ/৮ ফেব্রুয়ারি ২০১৮/বাদল সাহা/মুশফিক