সারা বাংলা

চট্টগ্রাম নগর বিএনপি সভাপতি চার দিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেনকে দুটি মামলায় দুদিন করে চারদিন এবং আরও তিন নেতাকেও একই সময়ের জন্য রিমান্ড নিয়েছে পুলিশ। সোমবার দুপুরে চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম সাহাদাত হোসেন ভুঁইয়া এই রিমান্ড মঞ্জুর করেন। চট্টগ্রাম নগর বিএনপি সভাপতি ডা. শাহাদাত হোসেনের রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার প্রসিকিউশন নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী। আদালত সূত্রে জানা যায়, খালেদা জিয়ার মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে নগরীর কাজীর দেউরিস্থ বিএনপি কার্যালয়ের সামনে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে ১০ পুলিশসহ প্রায় ২০ জন আহত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ডা. শাহাদাতসহ ১৬ জন বিএনপি নেতাকর্মীকে গ্রেপ্তার করে। পরে তাদের বিরুদ্ধে সন্ত্রাস দমন ও পুলিশের ওপর হামলার অভিযোগে দুটি পৃথক মামলা দায়ের করে। এই মামলায় কোতোয়ালি থানা পুলিশ বিএনপি নেতাকর্মীদের ১০ দিন করে রিমান্ডের আবেদন জানায়। সোমবার আদালতে শুনানি শেষে ডা. শাহাদাতসহ বিএনপির চার নেতাকর্মীকে দুই মামলায় চারদিন রিমান্ডের আবেদন মঞ্জুর করেন। রাইজিংবিডি/চট্টগ্রাম/১২ ফেব্রয়ারি ২০১৮/রেজাউল করিম/মুশফিক