সারা বাংলা

সাবেক স্ত্রীকে ‘এসিড’ নিক্ষেপের চেষ্টা, গণধোলাই

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : বন্ধুর সাবেক স্ত্রীকে ‘এসিড’ নিক্ষেপের চেষ্টার অভিযোগে রাজশাহীর তানো উপজেলায় ছাত্রলীগের দুই নেতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। গণধোলাইয়ের শিকার দুই নেতা হলেন- তানোরের চান্দুড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জামিলুর রহমান (২৩) এবং সহ-সভাপতি আবদুল গাফ্ফার (১৯)।  বুধবার রাত ১১টার দিকে উপজেলার তাঁতিহাটি গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনার সময় অপর ছাত্রলীগকর্মী আখতারুজ্জামান লিটন (২৫) পালিয়ে যায়। এই তিনজনের বিরুদ্ধে এসিড অপরাধ দমন আইনে থানায় মামলা হয়েছে। মামলায় লিটনের সাবেক স্ত্রী দিলারা আক্তারকে (১৭) এসিড নিক্ষেপের চেষ্টার অভিযোগ আনা হয়েছে। দিলারা উপজেলার কৃষ্ণপুর গ্রামের আলাল উদ্দিনের মেয়ে। চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন তিনি। মামলার এজাহারের বরাত দিয়ে তানোর থানার ওসি রেজাউল ইসলাম বলেন, গত ৫ জানুয়ারি লিটনের সঙ্গে দিলারার বিয়ে হয়। এরপর ১৯ জানুয়ারি দিলারা তার স্বামীকে তালাক দেন। বুধবার রাতে লিটন এবং তার দুই বন্ধু জামিল ও গাফ্ফার অবস্থান করছিলেন দিলারার ঘরের জানালার পাশে। এ সময় স্থানীয় এক ব্যক্তি বিষয়টি বুঝতে পারলে তারা মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান। এরপর দিলারার পরিবারের লোকজন এবং প্রতিবেশীরা সেখানে প্লাস্টিকের বোতল খুঁজে পান। সেই বোতলে এসিড ছিল এবং তা দিলারাকে নিক্ষেপের জন্য নিয়ে যাওয়া হয়েছিল বলে মামলার এজাহারে দাবি করা হয়েছে। ওসি বলেন, ওই বোতল পাওয়ার পর স্থানীয়রা দুই কিলোমিটার দূরের তাঁতিহাটি গ্রামে ফোন করেন। ওই তিনজন ওই গ্রামের ভেতর দিয়ে পালানোর সময় স্থানীয়রা তাদের পথ আটকান। এরপর জামিল ও গাফ্ফারকে আটক করে গণধোলাই দেন। তবে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যান লিটন। পরে এই দুইজনকে পুলিশে সোপর্দ করা হয়। এরপর তিনজনের বিরুদ্ধেই থানায় মামলা করেন দিলারার বাবা। ওসি জানান, গ্রেপ্তারকৃতরা এসিড নিক্ষেপ চেষ্টার অভিযোগ অস্বীকার করেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দাবি করেছেন, ভালোবাসা দিবস উপলক্ষে লিটন তাদের নিয়ে সাবেক স্ত্রীকে ফুল দিতে গিয়েছিলেন। পুলিশ জানিয়েছে, এসিডের বোতল জব্দ করা হয়েছে। তবে শক্তিশালী এসিড নয়। এই ধরনের এসিড ব্যাটারিতে থাকে। পরীক্ষা-নিরীক্ষার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। বৃহস্পতিবার সকালে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। গ্রেপ্তার জামিল এবং গাফ্ফার বর্তমানে ছাত্রলীগের কমিটিতে নেই বলে জানিয়েছেন তানোর উপজেলা ছাত্রলীগের সভাপতি সঞ্জিত কুমার শীল সানি। তিনি বলেন, তারা বর্তমানে ছাত্রলীগের কমিটিতে নেই। আগের কমিটিতে হয়ত চান্দুড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের দায়িত্বে থাকতে পারে। বর্তমানে সেখানে আহ্বায়ক কমিটি আছে। ওই কমিটির দায়িত্বে জামিল এবং গাফ্ফার নেই।

   

রাইজিংবিডি/রাজশাহী/১৫ ফেব্রুয়ারি ২০১৮/তানজিমুল হক/বকুল