সারা বাংলা

সাতক্ষীরায় বিএনপির সভাপতি গ্রেপ্তার

সাতক্ষীরা সংবাদদাতা : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি মামলায় রায়ের পর দলের বিভিন্ন কর্মসূচির মধ্যে সাতক্ষীরা জেলা বিএনপির সভাপতি রহমাতুল্লাহ পলাশকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া জেলার আটটি থানা থেকে বিএনপি-জামায়াতে ইসলামীর সাতজন নেতা-কর্মীসহ ৫৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় বিভিন্ন অভিযোগে আটটি মামলা দায়ের করা হয়েছে।  গভীর রাতে সাতক্ষীরা শহরের কাটিয়া বাসা থেকে সদর থানা পুলিশ রহমাতুল্লাহ পলাশকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদের মধ্যে সাতক্ষীরা সদর থানা থেকে ২০ জন, কলারোয়া থানা সাতজন, তালা থানা দুইজন, কালীগঞ্জ থানা চারজন, শ্যামনগর থানা সাতজন, আশাশুনি থানা চারজন, দেবহাটা থানা ছয়জন ও পাটকেলঘাটা থানা থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে নাশকতা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। রাইজিংবিডি/সাতক্ষীরা/১৭ ফেব্রুয়ারি ২০১৮/এম. শাহীন গোলদার/বকুল