সারা বাংলা

স্বাস্থ্য কর্মকর্তা নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রতন দে রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন। সোমবার সকাল থেকে তার খোঁজ মিলছে না। তার ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) হিমাংশু দাশ স্বাস্থ্য কর্মকর্তা নিখোঁজ থাকার বিষয় নিশ্চিত করেছেন। ডা. রতন দে’র নিখোঁজ হওয়া প্রসঙ্গে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. আজিজুর রহমান সিদ্দিকী জানান, সোমবার উপজেলা সদরের নিজ বাসা থেকে স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দেশে সকাল সাড়ে ৮টার দিকে বের হন ডা. রতন। সকাল ১০টায় নগরীর সিভিল সার্জন অফিসে সমন্বয় সভা থাকায় তিনি ৯টার দিকে হাসপাতাল থেকে নগরীর উদ্দেশে রওনা দেন। শহরে আসার পথেই তিনি নিখোঁজ হয়েছেন। এ দিন সমন্বয় সভায় তিনি যোগ দেননি। এ ব্যাপারে বোয়ালখালী থানা পুলিশকে জানানো হয়েছে। বোয়ালখালী থানার ওসি হিমাংশু দাশ জানান, সকালে বাসা থেকে বের হওয়ার পর দুপুর ১২টার দিকে তার স্ত্রী তাকে ফোন দিলে সেটি বন্ধ পাওয়া যায়। চট্টগ্রাম নগরীতে সমন্বয় সভায় তিনি পৌঁছাননি। এখন তিনি নিখোঁজ রয়েছেন, নাকি অপহৃত হয়েছেন- সেই ব্যাপারে অনুসন্ধান চলছে। রাইজিংবিডি/চট্টগ্রাম/২০ ফেব্রুয়ারি ২০১৮/রেজাউল করিম/বকুল