সারা বাংলা

সিএমপির ৯১ পুলিশ সদস্য পুরস্কৃত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : জানুয়ারি মাসে ভালো কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কৃত হয়েছেন চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) ৯১ জন পুলিশ সদস্য ও সিভিল স্টাফ। বৃহস্পতিবার নগরীর দামপাড়াস্থ পুলিশ লাইন ড্রিল শেডে অনুষ্ঠিত মাসিক অপরাধ সভায় আনুষ্ঠানিকভাবে পুলিশ সদস্যদের হাতে পুরস্কার তুলে দেন চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার মো. ইকবাল বাহার পিপিএম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মাসুদ উল হাসান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) কুসুম দেওয়ান, উপ-পুলিশ কমিশনার (সদর) শ্যামল কুমার নাথ, উপ-পুলিশ কমিশনার (বন্দর) হারুন-উর-রশিদ হাযারী, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মো. আব্দুল ওয়ারীশ, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) এস.এম. মোস্তাইন হোসেন, উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) মো. ফারুক উল হক, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-বন্দর) সৈয়দ আবু সায়েম, উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) হাসান মো. শওকত আলী, উপ-পুলিশ কমিশনার (ডিবি-বন্দর) মোহাম্মদ শহীদুল্লাহ। এছাড়া নগর পুলিশের অতি. উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার ও সব থানার অফিসার ইনচার্জরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন। ৯১ জন পুলিশ সদস্যের হাতে পুরস্কার তুলে দিয়ে সিএমপি কমিশনার, গত জানুয়ারি মাসে নগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সিএমপির পুলিশ সদস্যসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী সব ইউনিটকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ডিউটি চলাকালীন আইন-শৃঙ্খলা রক্ষা ও জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে সব পুলিশ সদস্যকে সতর্ক থাকার নির্দেশ প্রদান করেন। এই প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য সব থানা, ডিবিসহ অন্যান্য সংস্থাকে যৌথভাবে কাজ করার পরামর্শ প্রদান করেন তিনি। রাইজিংবিডি/চট্টগ্রাম/২২ ফেব্রুয়ারি ২০১৮/রেজাউল করিম/মুশফিক