সারা বাংলা

ছুরিকাঘাতে যুবক খুন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগরীর সদরঘাট থানা এলাকায় ছুরিকাঘাত করে এক যুবককে খুন করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা এই যুবককে ছুরিকাঘাত করে পালিয়ে যায় বলে পুলিশ জানিয়েছে। নিহত যুবকের নাম মোহাম্মদ ইব্রাহীম (২০)। তিনি পেশায় ট্রাকের হেলপার। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার রাইজিংবিডিকে জানান, গভীর রাতে ছুরিকাঘাতে গুরুতর আহত ইব্রাহীমকে হাসপাতালে নিয়ে আসে পথচারীরা। পরে জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। সদরঘাট থানার ডিউটি অফিসার এএসআই আমিনুল হত্যার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে সদরঘাট এলাকায় অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তের হাতে এক যুবক খুন হয়েছে। খুনের কারণ এবং হত্যাকারীদের শনাক্ত করা যায়নি। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় দুর্বৃত্তরা ইব্রাহীমকে আকস্মিক ছুরিকাঘাত করে পালিয়ে যায় বলে পুলিশ জানতে পেরেছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। রাইজিংবিডি/চট্টগ্রাম/২৪ ফেব্রুয়ারি ২০১৮/রেজাউল করিম/বকুল