সারা বাংলা

ডিসির বদলি প্রত্যাহার দাবিতে অবরোধ, মানববন্ধন

ঠাকুরগাঁও সংবাদদাতা : ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক (ডিসি) আব্দুল আওয়ালের বদলি প্রত্যাহারের দাবিতে মানববন্ধন, গণসাক্ষর কর্মসূচি, সড়ক অবরোধ করেছে স্থানীয়রা। মঙ্গলবার সকালে ঠাকুরগাঁওয়ের সাধারণ মানুষের ব্যানারে কর্মসূচি পালন করা হয়। এ সময় শিক্ষার্থী, জনতা ঠাকুরগাঁওয়ের সড়ক বন্ধ করে অবস্থান ধর্মঘট পালন করে। পরে মহাসড়ক অবরোধ করে কয়েকটি গাড়ি ভাংচুর করে। এ সময় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি আবু তোরাব মানিক, জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক সূচরিতা দেব, জেলা সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক জি এম এম সিরাজী মিজান, সদর উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি শাহনেওয়াজ কাদির শাকিল চৌধুরী, ছাত্রলীগের সাধারণ সম্পাদক সানোয়ার পরভেজ পুলক, পীরগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আহ্বায়ক মো. চঞ্চল, ছাত্রনেতা সোহেল, জেলা ছাত্রদলের সভাপতি মো. কায়েস, সমাজসেবক সুজন খান প্রমুখ। বক্তারা বলেন, ঠাকুরগাঁওয়ের মানবিক শিক্ষক হিসেবে পরিচিত ডিসি আব্দুল আওয়ালের বদলি আদেশ অবিলম্বে প্রত্যাহার করতে হবে। ঠাকুরগাঁও জেলার উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য ডিসি আব্দুল আওয়ালকে আরো কিছু দিন রাখার আহ্বান জানান তারা। কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী, শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী ও প্রতিবন্ধীরা। আন্দোলনকারীরা রাজপথে অবস্থান নিয়ে জেলা প্রশাসকের বদলি প্রত্যাহারের দাবিতে স্লোগান দিতে থাকেন। পরে প্রশাসকের আশ্বাসে সড়ক অবরোধ ও অবস্থান কর্মসূচি প্রত্যাহার করে নেন তারা। শিক্ষার্থীরা পরে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান ধর্মঘট পালন করেন। গত ২৫ ফেব্রুয়ারি দেশের ২২ জন জেলা প্রশাসকের রদ-বদলের প্রজ্ঞাপন জারি হয়েছে। সেই প্রজ্ঞাপনে ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক আব্দুল আওয়ালকে যশোর জেলা প্রশাসক হিসেবে বদলির আদেশ জারি করা হয়েছে। রাইজিংবিডি/ঠাকুরগাঁও/২৭ ফেব্রুয়ারি ২০১৮/তানভীর হাসান তানু/বকুল