সারা বাংলা

মুন্সীগঞ্জে দেশের প্রথম পতাকা ভাস্কর্য উদ্বোধন

মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জে উদ্বোধন করা হয়েছে দেশের প্রথম পতাকা ভাস্কর্য ‘পতাকা ’৭১’। শুক্রবার বিকেলে জেলা শহরের লিচুতলায় পতাকা ভাস্কর্যস্থলে জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের  কয়েকশ মুক্তিযোদ্ধা উপস্থিত হয়ে ভাস্কর্যের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এর আগে এ উপলক্ষে দুপুর সাড়ে ৩টায় বর্ণাঢ্য শোভাযাত্রা যাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে পুনরায় ভাস্কর্যস্থলে এসে শেষ হয়। এখানে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উড়ানো হয়। ৭১ জন মুক্তিযোদ্ধা ৭১টি পায়রা উড়িয়ে উদ্বোধন অনুষ্ঠানের নতুনমাত্রা যোগ করেন। এরপর জাতীয় পতাকায় ঢাকা পতাকা ভাস্কর্যের আনুষ্ঠানিক উন্মোচন করা হয়। এতে অংশ নেন স্থানীয় সাংসদ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারসহ কয়েকশ মুক্তিযোদ্ধা। বিকেল ৫টার দিকে ভাস্কর্যস্থলে শুরু হয় আলোচনা সভা। আলোচনায় অংশগ্রহণ করেন মুন্সীগঞ্জ-২ আসনের সাংসদ সাগুফতা ইয়াসমিন, পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম, বাসসের এমডি আবুল কালাম আজাদ, কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আনিসুজ্জামান, মুন্সীগঞ্জ পৌর মেয়র ফয়সাল বিপ্লব, পতাকা ভাস্কর্যের নকশা পরিকল্পনাকারী-নির্মাতা ইমরান হোসেন পিপুল প্রমুখ। জেলা প্রশাসক সায়লা ফারজানার ভাবনা ও বাস্তবায়নে ভাস্কর্যটি নির্মাণ করেন ঘাটশীলা ভাস্কর্য প্রতিষ্ঠান।  ভাস্কর রুপন রায় এর নির্মাণে অগ্রণী ভূমিকা রাখেন। জেলা প্রশাসক সায়লা ফারজানা বলেন, পতাকা ’৭১  ভাস্কর্য দেশের মধ্যে প্রথম কোনো পতাকা ভাস্কর্য। ২ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে  প্রথম পতাকা উড়ানো হয়েছিল। তাই এই দিনকে স্মরণীয় করতেই ২ মার্চ পতাকা ভাস্কর্যটি উদ্বোধনের আয়োজন করা হয়। রাইজিংবিডি/মুন্সীগঞ্জ/২ মার্চ ২০১৮/শেখ মোহাম্মদ রতন/মুশফিক