সারা বাংলা

কাফনের কাপড় পরে অনশনে বেরোবির ৪ কর্মচারী

নিজস্ব প্রতিবেদক, রংপুর : ৫৮ মাস ধরে বকেয়া থাকা বেতন ও চাকরি স্থায়ীকরণের দাবিতে কাফনের কাপড় গায়ে জড়িয়ে অনশন শুরু করেছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) চার কর্মচারী। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের সামনে অনশনে বসা এই চার কর্মচারী দাবি আদায় না হওয়া পর্যন্ত ঘরে ফিরবে না বলেও শপথ নিয়েছেন। বেতন-ভাতা না পাওয়া কর্মচারীরা হলেন, আছমা খাতুন, আমেনা খাতুন, মিজানুর রহমান ও মোশারফ হোসেন। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০১৩ সালের জানুয়ারি থেকে এপ্রিল মাত্র চার মাস পর্যন্ত বেতন পাওয়ার পর হঠাৎ বেতন-ভাতা বন্ধ হয়ে যায় অনশনে থাকা চার কর্মচারীর। পরে ওই বছরের মে মাস থেকেই ইউজিসির অনুমোদন ছাড়া নিয়োগ হওয়ায় বেতন বন্ধ হয়ে যায় পদের অতিরিক্ত ৩৩৩ জন শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীর। পর্যায়ক্রমে ধীরে ধীরে অতিরিক্ত জনবলের নিয়োগ স্থায়ী হলেও বাদ পড়েন অনশনে থাকা এই চার কর্মচারী। এরপর বিভিন্ন সময় এই দাবিতে শান্তিপূর্ণ কর্মসূচি ও দাবি জানালেও তাদের দাবির বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি প্রশাসন। অনশনে থাকা আছমা খাতুন জানান, ৫৮ মাস থেকে কাজ করেও বেতন-ভাতা পাইনি। এখন পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছি। আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। তাই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের অনশন চলবে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইব্রাহীম কবীর জানান, অনশনে থাকা কর্মচারীরা অস্থায়ী। প্রথম অবস্থায় তারা ৩/৪ মাস কাজ করেছে। এর পর কিছুদিন বিরতি দিয়ে চাকরি স্থায়ীকরণের আশায় পুনরায় কাজ শুরু করে। এখন যা হবে নিয়মতান্ত্রিকভাবে হবে। এজন্য তাদের ধৈর্য ধরতে হবে। রাইজিংবিডি/রংপুর/৮ মার্চ ২০১৮/নজরুল মৃধা/মুশফিক