সারা বাংলা

ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু : চিকিৎসক, নার্সসহ আটক ৫

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জে একটি প্রাইভেট হাসপাতালে ভুল চিকিৎসায় এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে রোগীর বিক্ষুব্ধ স্বজনরা হাসপাতাল ভাঙচুর করেছে। বৃহস্পতিবার দুপুরে শহরের ডন চেম্বার এলাকায় মেডিস্টার জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত দুই চিকিৎসক ডা. অমল কুমার, ডা. বদরুদ্দোজা, নার্স লাকী ও ঝর্ণাসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। নিহতের নাম ঝুমা আক্তার। তিনি সদর উপজেলার ফতুল্লা থানার উত্তর গাবতলী এলাকার কামরুল হাসান শরীফের স্ত্রী। নিহতের স্বজনদের অভিযোগ, সিজারের পর রোগীর জরায়ুর সমস্যার কারণে তাকে পর পর তিনবার অপারেশন করা হয়। চিকিৎসকদের ভুল চিকিৎসায় চার ঘণ্টা আগে রোগী মারা গেলেও তার মৃত্যুর বিষয়টি গোপন রেখে চার ব্যাগ রক্ত আনানো হয়। এ ঘটনায় দোষীদের শাস্তির দাবি করেন স্বজনরা। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ইন্সপেক্টর (অপারেশন) জয়নাল আবেদীন জানান, ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতালে বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনা ঘটে। পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় অভিযুক্ত চিকিৎসকসহ পাঁচ জনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে পরে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। রাইজিংবিডি/নারায়ণগঞ্জ/৮ মার্চ ২০১৮/হাসান উল রাকিব/মুশফিক