সারা বাংলা

হত্যার দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন

ঠাকুরগাঁও সংবাদদাতা : ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় পারিবারিক ও জমি সংক্রান্ত বিরোধের জেরে হত্যা মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত আব্দুল খালেক (৩৮) বালিয়াডাঙ্গী উপজেলার মেছনী গ্রামের রহিম উদ্দিনের ছেলে। রোববার বেলা সাড়ে ১১টায় ঠাকুরগাঁও অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হায়দার আলী রায় দিয়েছেন। একই সঙ্গে আসামিকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো তিন মাসের দণ্ডাদেশ দেওয়া হয়েছে। আদালত সূত্রে জানা যায়, উপজেলার মেছনী গ্রামের রহিম উদ্দিনের ছেলে আব্দুল খালেকের সঙ্গে একই গ্রামের শাহ আলমের দীর্ঘ দিন পারিবারিক ও জমি সংক্রান্ত বিরোধ চলছিল। ২০১২ সালের ৯ আগস্ট শাহ আলমের বাবা আব্দুল হক নিজ ঘরে ঘুমাচ্ছিলেন। আব্দুল খালেক ছুরি দিয়ে তাকে উপর্যুপরি আঘাত করে পালিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় আব্দুল হক মারা যান। পরে রাতে শাহ আলম বালিয়াডাঙ্গী থানায় আব্দুল খালেককে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। রাইজিংবিডি/ঠাকুরগাঁও/১১ মার্চ ২০১৮/তানভীর হাসান তানু/বকুল