সারা বাংলা

ব্যাংক কর্মচারীর লাশ উদ্ধার, স্ত্রীসহ আটক ৪

নিজস্ব প্রতিবেদক, রংপুর : রংপুরে ব্যাংক কর্মচারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে নগরীর ১৪নং ওয়ার্ডের সেচ পাম্প ঘরের ভেতর থেকে গলায় রশি পেচানো ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। নিহত আলাল হোসেন নগরীর অগ্রণী ব্যাংক সেন্ট্রাল রোড শাখার পিয়ন ছিলেন। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্ত্রী, শাশুড়ি ও বড়মেয়েসহ চারজনকে আটক করেছে। সম্প্রতি দেওডোবা কুড়ারপাড় এলাকায় জমি লিজ নিয়ে মাছ ও গরুর খামার গড়ে তোলেন আলাল। চার মাস ধরে স্ত্রী ও সন্তানদের নিয়ে সেখানে টিনের চালা ঘরে বসবাস করতেন তিনি। স্বজনদের দাবি, মঙ্গলবার রাতে আলালকে শ্বাসরোধে হত্যার পর গলায় রশি পেচিয়ে বাড়ি সংলগ্ন সেচ পাম্প ঘরে ঝুলে রাখা হয়। নিহত আলালের বড় ভাই আতোয়ার জানান, স্ত্রী আজেদা পারভীনের পরকীয়া প্রেম নিয়ে আলালের সঙ্গে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো। আজেদা দুই/তিন বার স্বামীর বাড়ি ছেড়ে পালিয়েও গিয়েছিলেন। এ নিয়ে তাদের মধ্যে অশান্তি চলছিল। ঘটনাস্থল পরিদর্শন শেষে অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল-এ) সাইফুর রহমান বলেন,  আলালকে হত্যা করে তার মরদেহ ঝুলে রাখা হয়েছে- বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় নিহতের স্ত্রী আজেদা, শাশুড়ি ফাতেমা, বড় মেয়ে আশিকী আক্তারসহ চারজকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

   

রাইজিংবিডি/রংপুর/১৪ মার্চ ২০১৮/নজরুল মৃধা/বকুল