সারা বাংলা

বাগেরহাটে বসতঘরে আগুন, ৫ লক্ষাধিক টাকার ক্ষতি

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটে বসতঘরে আগুন লেগে নগদ অর্থসহ পাঁচ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে বলে জানিয়েছেন বসতঘরের মালিক। রোববার দুপুর ২টার দিকে শহরের বাসস্ট্যান্ডসংলগ্ন গোবরদিয়া গ্রামের মো. মানিকের ভাড়া দেওয়া ঘরে এ অগ্নিকাণ্ড ঘটে। ভাড়াটিয়া মুদি দোকানি আব্দুল হক বলেন, আগুন দেখে আমার স্ত্রী বিনার ডাক-চিৎকারে  আশপাশের লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করে। এর মধ্যে এলাকার লোকজনের সঙ্গে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট যুক্ত হয়ে আগুন নেভায়। আগুন নেভানোর আগেই ঘরের চারটি কক্ষের সব মালামাল পুড়ে যায়। যাতে নগদ ৮০ হাজার টাকাসহ ৫পাঁচ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স, বাগেরহাটের স্টেশন কর্মকর্তা সঞ্জয় কুমার দেবনাথ বলেন, এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিভিয়ে ফেলে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট-সার্কিটের মাধ্যমে আগুন লেগেছে। রাইজিংবিডি/বাগেরহাট/১৮ মার্চ ২০১৮/আলী আকবর টুটুল/মুশফিক