সারা বাংলা

শেবাচিমে স্বাস্থ্য সেবা সপ্তাহ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, বরিশাল : এলডিসি স্ট্যাটাস থেকে উত্তরণ উদযাপন উপলক্ষে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে বিশেষ স্বাস্থ্য সেবা সপ্তাহ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় হাসপাতাল কম্পাউন্ডে এর উদ্বোধন করেন মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. ভাস্কর সাহা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. মো. আবদুল কাদির। আগামী ২৫ মার্চ পর্যন্ত এ বিশেষ স্বাস্থ্য সেবা সপ্তাহ পালন করা হবে। বাংলাদেশ এলডিসি স্ট্যাটাস থেকে উত্তরণ উদযাপন উপলক্ষে সারা দেশের মতো বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের যৌথ উদ্যোগে মঙ্গলবার থেকে আগামী রোববার পর্যন্ত নানান কর্মসূচি পালন করবে। শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে টানা পাঁচ দিনের কর্মসূচির মধ্যে রয়েছে, রোগীবান্ধব পরিবেশ তৈরি করতে চিকিৎসক, নার্স, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে আলোচনা, সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শোভাযাত্রা ও মানববন্ধন, রোগীদের রক্তচাপ, ব্লাড গ্লুকোজ, ওজন ও উচ্চতা পরিমাপ করা, এসব অসংক্রামক রোগে আক্রান্তদের নিরাপদ রাখতে কাউন্সিলিং করা, বহির্বিভাগে রোগীদের বিশেষ সেবা দেওয়া। কর্মসূচির অংশ হিসেবে ২২ মার্চ হাসপাতালে ভর্তি করা সব রোগীর মাঝে উন্নতমানের খাবার পরিবেশ করা হবে। এর পাশাপাশি শেবাচিম সন্ধানী ইউনিটের ব্যবস্থাপনায় বিনামূল্যে রক্তদান কর্মসূচির আয়োজন করা হবে ২৫ মার্চ। রাইজিংবিডি/বরিশাল/২০ মার্চ ২০১৮/জে.খান স্বপন/এসএন