সারা বাংলা

পিস্তল, গুলি ও ডাকাতির সরঞ্জামসহ গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ : ময়মনসিংহ জেলার পাগলা থানা থেকে আন্তঃজেলা ডাকাত সর্দার রায়হান ও তার ২ সহযোগীকে বিদেশি পিস্তল, গুলি ও ডাকাতির বিভিন্ন সরঞ্জামসহ গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দিবাগত রাতে তাদের গ্রেপ্তার করে র‌্যাব-১৪। মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। র‌্যাব আরো জানায়, আন্তঃজেলা ডাকাত সর্দার রায়হান ও তার সহযোগীরা ময়মনসিংহ জেলার গফরগাঁও, পাগলা, কিশোরগঞ্জের হোসেনপুর, পাকুন্দিয়া এবং গাজীপুর জেলার শ্রীপুর ও কাপাসিয়া এলাকায় দীর্ঘদিন যাবৎ ডাকাতি করে আসছিল। অভিযানে এএসপি মো. হাফিজুল ইসলাম বাবু এবং এএসপি গৌতম দেব নেতৃত্ব দেন। গ্রেপ্তারকৃতরা হচ্ছে- মো. রায়হান (৩১), পিতা মো. খোকন, অহেদ আলী (৫০), পিতা-মৃত আকুব আলী শেখ, উভয় সাং- বেলদিয়া, মো. সিরাজ (২৪), পিতা-মৃত হাফিজ উদ্দিন, গ্রাম- অললী, থানা-পাগলা, ময়মনসিংহ। আসামিদের গ্রেপ্তারের পর তাদের নিজ দেহ এবং বসতঘর তল্লাশি করে একটি ম্যাগাজিনসহ বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি, ৪টি দা, ২টি বড় ছোরা, ১টি কাটার, ১টি লোহার করাত, ১টি স্টিলের চেইন, ৩টি মোবাইল ফোন পাওয়া যায়। অভিযান পরিচালনাকালে মো. আজিজুল (৩০), পিতা-রশিদ মিয়া, হৃদয় আহম্মেদ রিফাত (২১), পিতা-নাজিমুদ্দিন পালিয়ে যেতে সক্ষম হয়। ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য র‌্যাব-১৪ এর আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। রাইজিংবিডি/ময়মনসিংহ/২০ মার্চ ২০১৮/শেখ মহিউদ্দিন আহাম্মদ/মুশফিক