সারা বাংলা

সাভারে খুনীদের ফাঁসির দাবিতে সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক, সাভার : কলেজ ছাত্র মাহমুদুর রহমান ফয়সালের খুনে জড়িতদের ফাঁসির দাবিতে তার লাশ নিয়ে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। আজ বুধবার বিকেল পৌনে ৪টার দিকে নিহতের স্বজন ও এলাকাবাসী ঢাকা-আরিচা মহাড়কের সাভারের হেমায়েতপুরে অবস্থান নিয়ে মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেয়। সাভারের হেমায়েতপুর থেকে নিখোঁজের ১৬ দিন পর কলেজ ছাত্র মাহমুদুর রহমান ফয়সালের লাশ বালুচাপা অবস্থায় উদ্ধার করা হয়। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ময়নাতদন্ত শেষে নিহতের লাশ বহনকারী অ্যাম্বুলেন্স হেমায়েতপুরে পৌঁছালে বিক্ষুব্ধ এলাকাবাসী লাশ নিয়ে মহাসড়কে মিছিল করে। তারা ফয়সালকে খুনের ঘটনায় জড়িতদের ফাঁসির দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন। পরে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দোষীদের শাস্তির আশ্বাস দিলে এলাকাবাসী মহাসড়ক থেকে সরে যায়। এতে সড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। গত ৫ মার্চ সাভারের হেমায়েতপুরের নিজ বাসা থেকে রাজু ও আকাশ নামে দুই যুবক ফয়সালকে ডেকে নিয়ে যায়। পরে পুলিশ রাজু ও আকাশকে আটকের পর তাদের স্বীকারোক্তিতে মঙ্গলবার রাতে জোড়পোল এলাকা থেকে ফয়সালের লাশ উদ্ধার করা হয়। রাইজিংবিডি/সাভার/২১ মার্চ ২০১৮/সাফিউল ইসলাম সাকিব/বকুল