সারা বাংলা

সরকারি পিসি কলেজে পুনর্মিলনী অনুষ্ঠিত

বাগেরহাট সংবাদদাতা : ‘এসো মিলি আনন্দ উচ্ছ্বাসে’- স্লোগানে শতবর্ষী বাগেরহাট সরকারি পিসি কলেজের এইচএসসির ১৯৭৯ সালের ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার কলেজ চত্ত্বরে পুনর্মিলনী উপলক্ষে দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকালে পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন খুলনা বিভাগীয় কমিশনার মো. লোকমান হোসেন মিঞা। পুনর্মিলনী উদযাপন কমিটির আহ্বায়ক ও রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. মোফাজ্জেল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন পিসি কলেজের অধ্যক্ষ প্রফেসর অভিজিৎ বসু, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোজাফ্ফর হোসেন, জেলা প্রশাসক তপন কুমার বিশ্বাস, পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়, পুনর্মিলনী উদযাপন কমিটির সদস্য সচিব এস এম সলিমুল্লাহ প্রমুখ। পরে প্রাক্তন শিক্ষার্থীরা তাদের সেই সময়ের স্মৃতিচারণ করেন। সেখানে প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলা বসে। ৩৯ বছর পর প্রাক্তন শিক্ষার্থীদের আজকের এই পুনর্মিলনী উৎসব আগামী প্রজম্মের মধ্যে ছড়িয়ে দিতে সকলের প্রতি আহ্বান জানান প্রধান অতিথি।

 

 

রাইজিংবিডি/বাগেরহাট/২৩ মার্চ ২০১৮/আলী আকবর টুটুল/বকুল