সারা বাংলা

উচ্চতা না মেনে ব্রিজ নির্মাণ, লঞ্চঘাট বন্ধের উপক্রম

ভোলা সংবাদদাতা : ভোলার লালমোহন খালের ফরাজগঞ্জ অংশে ব্রিজ নির্মাণের ফলে ব্যবসায়িক দিক থেকে গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক লালমোহন লঞ্চঘাট  চিরতরে বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। ৩৩ ফুটের অধিক উচ্চতাবিশিষ্ট ব্রিজ নির্মাণ না করলে ঢাকা-লালমোহন রুটের লঞ্চ চলাচল করতে পারবে না। বর্তমানে ব্রিজটি ২৮ ফুট উচ্চতায় নির্মাণ করা হচ্ছে। ব্রিজের কাজ কিছু দিন বন্ধ থাকার পর পুনরায় শুরু হওয়ায় কারণে ইতোমধ্যে লঞ্চ চলাচল বন্ধ হয়ে গেছে। লঞ্চঘাট বন্ধ হয়ে গেলে লালমোহন বাজারের ব্যবসায়ীরা মারাত্মক ক্ষতির মুখে পড়বেন। বন্ধ হয়ে যাবে পৌরসভার অন্যতম আয়ের উৎস।  স্থানীয় ব্যবসায়ীরা ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওনকে উচ্চতা না মেনে ব্রিজ নির্মাণের বিষয়টি জানালে তিনি সাময়িকভাবে নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন এলাকাবাসী। রাইজিংবিডি/ভোলা/২৩ মার্চ ২০১৮/ফয়সল বিন ইসলাম নয়ন/বকুল