সারা বাংলা

স্ত্রী হত্যার আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : রাজশাহীর পুঠিয়া উপজেলায় স্ত্রী হত্যা মামলার এক আসামির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে উপজেলার মাইপাড়া গ্রামের বাড়ি থেকে ৫০০ গজ দূরের আম বাগান থেকে আবুল হোসেনের মরদেহ উদ্ধার করা হয়। তার বাবার নাম আবুল হাসেম।  পুলিশ জানিয়েছে, আবুল হোসেনের বিরুদ্ধে তার স্ত্রী শাহানাজ বেগমকে (৩৫) গলা কেটে হত্যার অভিযোগ রয়েছে। ২০১৬ সালের ৭ ফেব্রুয়ারি হত্যার  ঘটনায় নিহত শাহানাজ বেগমের ভাই সিরাজুল ইসলাম বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন। এ মামলায় আবুল হোসেন গ্রেপ্তার হন। জামিন নেওয়ার পর বাড়িতে থাকতেন তিনি। সকালে আম গাছে তার ঝুলন্ত মরদেহ দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে দুপুরে মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজের মর্গে পাঠিয়েছে। পুঠিয়া থানার ওসি সায়েদুর রহমান ভুঁইয়া বলেন, মরদেহের কোথাও  আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর কারণ নিশ্চিত হতে মরদেহের ময়নাতদন্ত করা হবে। এ নিয়ে আপাতত থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি। রাইজিংবিডি/রাজশাহী/২৬ মার্চ ২০১৮/তানজিমুল হক/বকুল