সারা বাংলা

৯ ইউপিতে আ.লীগের জয়, বিএনপির ভরাডুবি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল : বরিশাল, বরগুনা ও পটুয়াখালী জেলার নয়টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থীরা জয়ী হয়েছেন। ভরাডুবি ঘটেছে বিএনপির প্রার্থীদের। বৃহস্পতিবার বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পাদ্রিশিবপুর ইউনিয়ন, বরগুনার তালতলী উপজেলার শারিকখালী ইউনিয়ন, পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়ন, চম্পাপুর, মিঠাগঞ্জ, বালিয়াতলী ও ধানখালী ইউনিয়ন এবং দুমকি উপজেলার শ্রীরামপুর ও লবুখালী ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রতিটি ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। বরগুনার তালতলী উপজেলার শারিকখালী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আবুল বাশার বাদশা তালুকদার নৌকা প্রতীক নিয়ে ২ হাজার ৬২৩ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জি এম মোশারেফ পেয়েছেন ১ হাজার ৯৫৯ ভোট।  কলাপাড়া উপজেলার পাঁচটি ইউপির চারটিতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীরা বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন। একটিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জয়লাভ করেছেন। মিঠাগঞ্জ ইউনিয়নে কাজী হেমায়েত উদ্দীন হিরন (নৌকা), বালিয়াতলী ইউনিয়নে এ বি এম হুমায়ুন কবির (নৌকা), ডালবুগঞ্জ ইউনিয়নে আব্দুস সালাম সিকদার (নৌকা), চম্পাপুর ইউনিয়নে রিন্টু তালুকদার (নৌকা) এবং ধানখালী ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী রিয়াজ তালুকদার (ঘোড়া) জয়ী হয়েছেন। বাকেরগঞ্জ উপজেলায় পাদ্রীশিবপুর ইউপির উপ-নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী প্রয়াত চেয়ারম্যান আবুল বাশার হারুনের জ্যেষ্ঠ ছেলে জাহিদুল ইসলাম (বাবু) বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। তিনি ৬১০৯ ভোট পেয়েছেন ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত সাজ্জাদুর ইসলাম মোল্লা ধানের শীষ প্রতীকে ৬৯৭ ভোট পেয়েছেন। দুমকী উপজেলার দুই ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থীরা জয়ী হয়েছেন। এর মধ্যে শ্রীরামপুর ইউনিয়নে আমিনুল ইসলাম সালাম ৪১৩৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হোসেন আহম্মেদ কবির লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৩৪১৭ ভোট। লেবুখালী ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী শাহ আলম আকন ৬৩৮৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হাতপাখা প্রতীকে নাসির উদ্দিন পেয়েছেন ১৩০১ ভোট। এখানে বিএনপির প্রার্থী জব্বার সিকদার পেয়েছেন ১২০৯ ভোট। রাইজিংবিডি/বরিশাল/৩০ মার্চ ২০১৮/জে. খান স্বপন/বকুল/শাহনেওয়াজ