সারা বাংলা

রাজশাহীতে মৌসুমের প্রথম ঝড়ে আমের ক্ষতি

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : চলতি মৌসুমের প্রথম ঝড় বয়ে গেছে রাজশাহী মহানগরীসহ পার্শ্ববর্তী এলাকায়। শুক্রবার বিকেল ৩টায় থেকে শুরু হওয়া এ ঝড় প্রায় ৩০ মিনিট স্থায়ী হয়। হঠাৎ ঝড়ে আমের ক্ষতি হয়েছে। সেই সঙ্গে ধুলার কারণে পথচারীদের পড়তে হয়েছে বিড়ম্বনার মুখে। তবে মৌসুমের প্রথম ঝড়ে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা গেছে। এছাড়া ঝড় শুরু হওয়ার পর থেকে রাজশাহীতে বিদ্যুৎ বিড়ম্বনা দেখা দেয়। রাজশাহী আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, ঝড়ে বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার। তবে কোনো জায়গায় এর গতি আরো বেশি ছিল। রাজশাহী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক আবদুস সালাম বলেন, ঝড় বয়ে গেলেও এটি কালবৈশাখী নয়। সাধারণত বাতাসের গতিবেগ ২০ নটিকেল মাইল হলে তাকে কালবৈশাখী বলা হয়। কিন্তু শুক্রবার ঝড়ের সময় রাজশাহীতে ঝড়ের গতিবেগ ছিল মাত্র ৮ নটিকেল মাইল। অর্থাৎ এটি কালবৈশাখী নয়। ঝড়ের শেষে মহানগরীসহ আশপাশের এলাকায় সামান্য বৃষ্টি হয়েছে। তবে তা রেকর্ড করার মতো নয়। শুক্রবার রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৬টায় বাতাসের আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ এবং বিকেল ৩টায় ৭২ শতাংশ ছিল বলে জানান আবহাওয়া পর্যবেক্ষক আবদুস সালাম। রাজশাহীর গোদাগাড়ীর কাদিপুর এলাকার আমচাষি আজমল হক বলেন, ঝড়ের কারণে আমের গুটি ঝরে পড়েছে। মৌসুমের শুরুতেই আমচাষিরা ক্ষতির সম্মুখিন হলেন। একই ধরনের মন্তব্য করেন রাজশাহীর বিভিন্ন অঞ্চলের আমচাষিরা। তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রাজশাহীর উপ-পরিচালক দেব দুলাল ঢালী বলেন, ঝড়ে গুটি ঝরে পড়ায় কিছুটা ক্ষতি হয়েছে। তবে লাভও হয়েছে। কারণ বৃষ্টির কারণে গুটির বোঁটা শক্ত হবে। আম টিকবে বেশি। আমগাছের সঠিক পরিচর্যা অব্যাহত থাকলে ক্ষতির আশঙ্কা নেই বলে জানান এ কৃষি কর্মকর্তা।

       

রাইজিংবিডি/রাজশাহী/৩০ মার্চ ২০১৮/তানজিমুল হক/মুশফিক