সারা বাংলা

বিএনপি ছাড়া নির্বাচনের পরিকল্পনা নেই : ইনু

কুষ্টিয়া সংবাদদাতা : জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন বিএনপিকে বাদ দিয়ে অনুষ্ঠানের পরিকল্পনা সরকারের নেই। আজ শনিবার সকাল ১০টায় কুষ্টিয়ার দিশা টাওয়ারে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ইনু বলেন, ‘‘বিএনপিকে বাদ দিয়ে নির্বাচনের পরিকল্পনা সরকারের নেই। তথাকথিত রূপরেখাহীন সহায়ক সরকারের প্রস্তাব, খালেদার মুক্তির প্রস্তাব, আগুন সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা না-করার প্রস্তাব- নির্বাচনে অংশগ্রহণের পূর্বশর্ত হিসেবে বিএনপি যদি দাঁড় করায়, তাহলে আমরা বলব- শর্ত দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করার বিষয় নিষ্পত্তি হতে পারে না।’’ তিনি বলেন, ‘‘আমরা মনে করি যথা সময়ে নির্বাচনে অনুষ্ঠানের মধ্য দিয়ে সাংবিধানিক প্রক্রিয়া রক্ষা করা হবে। এই ব্যাপারে ছাড় দেওয়া হবে না।’’ ইনু আরো বলেন, বিএনপি এখন গণতন্ত্র থেকে এক হাজার মাইল দূরে। বিএনপির মুখে গণতন্ত্র এবং আঁচলে রাজাকার, জামায়াত ও জঙ্গি। বিএনপি সকল খুনিদের আস্তানা। এরা বিশ্বাসযোগ্য রাজনৈতিক দল নয়। এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়ার অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) হাবিব হাসান, অতিরিক্ত পুলিশ সুপার নূরানী ফেরদৌস দিশা, জাসদের জেলা সভাপতি গোলাম মহসীন, মিরপুর উপজেলার সাধারণ সম্পাদক আহাম্মদ আলীসহ দলীয় নেতা-কর্মীরা। পরে মন্ত্রী বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনের যুগপূর্তি ও ১২তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন এবং আনন্দ শোভাযাত্রায় যোগ দেন। রাইজিংবিডি/কুষ্টিয়া/৩১ মার্চ ২০১৮/কাঞ্চন কুমার/বকুল